## টিপস ##

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৫, ০২:০৭:০০ রাত



সাত সকালে অনেক কাজ, স্বামী অপিস যাবে, বাচ্চার স্কুল, সকালের নাস্তা, সর্টকার্ট পাউরুটি জেলি দিয়েতো প্রতিদিন চলবেনা, মাঝের মধ্যে পরটা খেতে হবে। আর দশ মিনিটে যদি পরটা হয়ে যায় তবে নয় কেন? টিপস দিচ্ছি...

ময়দা, লবন মিক্স করুন

একটু সয়াবিন তেল দিয়ে আবার মিক্স করুন

হালকা গরম পানি দিয়ে খামিটা মাখুন

একঘন্টা ঢেকে রাখুন, সুতি কাপড় দিয়ে অথবা ঢাকনা দিয়ে দিন

তারপর পরটা বানান, বানিয়ে হালকা ছেকে রাখুন, তেল দেবেননা, সবগুলো এভাবে একটু ছেকে রাতে রেখে দিন, যদি দু'একদিন পর ভাজতে চান ফ্রিজে অথবা যদি পরের দিন সকালে ভাজলে কিচেনে রেখে দিলে হবে, সকালে উঠে তেল দিয়ে ভেজে নিন, মান ভাল করতে চাইলে তেলের সাথে একটু ডালডা দিতে পারেন, ঘি দিতে পারেন এটা আপনার মর্জি।

শুতরাং হাংগামাটা রাতে করে রাখুন সকালে ভেজে নিন, হাজব্যান্ড খেয়ে খুশী হবে, আমি যদিও উমামার আম্মুকে করে খাইয়েছে, এটা প্রযোজ্য হবে আমার ছোট ভাই তারিক এর জন্য, বুঝতেই পারছেন কে ফাঁকিবাজ!!! মাঝের মধ্যে না খেয়ে চলে যায় অথবা শর্টকার্ট খেয়ে চলে যায় অপিসে, এই টিপস ওয়াজিহার আম্মুর জন্য, এই পোষ্ট পড়লে অবশ্য আমার খবর আছে, এবার আসল কথায় আসি, উমামা অসুস্থ, সবাই দোয়া করবেন।









বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307293
০৫ মার্চ ২০১৫ রাত ০৪:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ পিলাচ Applause Applause Applause
০৫ মার্চ ২০১৫ সকাল ১১:৪৯
248594
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু দুষ্টু পোলা
307309
০৫ মার্চ ২০১৫ সকাল ১১:৪৭
জোনাকি লিখেছেন : ও বাব্বা! ছবিসহ কি সুন্দর পোস্ট!
০৫ মার্চ ২০১৫ সকাল ১১:৫৩
248598
বাকপ্রবাস লিখেছেন : নিজে বানাইছি কইলাম
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০২
248606
জোনাকি লিখেছেন : Applause বাহ! এত সুন্দর সাইজ হয়েছে!
আর উমামা এত্তো Big Hug সুইট।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০৭
248609
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদাপু
307326
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০৮
রাইয়ান লিখেছেন : নি:সন্দেহে লোভনীয় পরোটা , তার সঙ্গে যদি হয়



তবে কেমন হয় ! Smug

উমামার কি হয়েছে ? কেমন আছে এখন ও ?
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০৯
248612
বাকপ্রবাস লিখেছেন : ছবি দেখেতো লোভ হচ্ছে,,,,, উমামার শিয়াল উঠেছে,,,,
307337
০৫ মার্চ ২০১৫ দুপুর ০২:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। দারুণ টিপস! কিউট উমামা মণির জন্য অনেক অনেক দোয়া ও আদর।
জাজাকাল্লাহু খাইর।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:০১
248629
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম আপু, আজ সকালে খবর নিয়েছি, আজকে সুস্থ বোধ করছে, গতকালের চাইতে
307349
০৫ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : সুন্দর ট্রপস, ভালো লাগলো। জাযাকাল্লাহ খাইর
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৫
248631
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন আবু জান্নাত ভাই
307404
০৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থ্যাংকু!!!
আমার অবশ্য রিগ্যাল হোটেল কাছেই আছে!
০৬ মার্চ ২০১৫ রাত ০৪:৫৮
248711
বাকপ্রবাস লিখেছেন : তাইলেতো ভালই, ভাবী নয়টা ত্রিম মিনিটে ঘুম থেকে উঠলে চলবে
০৬ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৯
248720
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে যদি কোন দিন একে বারে না উঠতো!Surprised
০৬ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
248759
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File