প্রেমময় প্রার্থনা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ মার্চ, ২০১৫, ০২:০৭:২৩ রাত
হে প্রভূ! হৃদয়ে গেঁথে নাও তোমারি হৃদয়
প্রেমে মন ভরে রাখো নবী মুস্তফায়।
প্রাণোমাঝে ঢেলে দাও ঈমানের জ্যোতি
দাও প্রভূ আরও দাও হীরা ও মোতি।
অন্তরে পুণ্য দাও বিভোর বিহঙ্গে
মেখে রাখো সদা তুমি সৃষ্টির রঙে।
প্রাণসত্তায় অনুরাগ তোমাতে বিলীন
আমৃত্যু সযতনে রাখো প্রভূ অমলিন।
পুস্পিত শাখে শাখে গাহে বুলবুলি।
মায়াবি রেখায় শুধু রূপস্রষ্টার তুলি।
ভোরের মলয় যেন পুস্পকাননে
উদিত সূর্য সদা হাসে নির্জনে।
উদ্বেলিত আবেগের মনো আঙিনায়
স্বপ্নসাধ যেন কভু নাহি হারায়।
জানি ফুরাবে মোদের এই সুখবীণা
কলেমার মিষ্টি সুর যায় যেন শুনা।
অপরূপ সৃষ্টির মায়াময় ইন্দ্রজালে
জান্নাত প্রাপ্তি যেন যায়না বিফলে!
তোমার নূরের আলো জ্বেলে রাখো তাই
প্রাণভরে তোমা মধুনাম যেন জপি সদাই।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
আপনার সুন্দর প্রেরণাময় অনুভূতি জন্য জাজাকাল্লাহু খাইর।
দাও প্রভূ আরও দাও হীরা ও মোতি।-আমীন।
মন্তব্য করতে লগইন করুন