# এই তোমাদের দেশপ্রেম!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৫, ০৬:০২:৩৪ সন্ধ্যা
তোমরা নাকি দেশের জন্য
করছ অবরোধ
একটু ক্ষতি পুষিয়ে নেবে
আসলে আবার জোট।
তোমরা নাকি পাখির মতো
মারছ মানুষ রোজ
দেশের জন্য করছ সবই
দিচ্ছ খুনের ডোজ।
তোমরা নাকি দেশের জন্য
বিলিয়ে দিচ্ছ প্রাণ
যে করেই হোক ফেসিজিমের
চাইছ অবসান।
তোমরা নাকি শান্তি চাও
লগী বৈঠার শানে
জনমুখে কুলুপ এটে
মুখর দেশের প্রেমে।
আমরা কি তবে অন্ন পাব
হবে বাসস্থান?
আমরা যারা পথে থাকি
নিরন্ন ভাসমান।
নাকি তোমরা খেলছ শুধু
জেদা-জেদির খেলা
আমরা যেমন তেমন রব
বেঁচে থাকার জ্বালা।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুট পাতেতে রও,
তোমরা আবার কোন মুখেতে,
এমন কথা কও?
মিটিং মিছিল ভোটের সময়,
হন্যে হয়ে খুঁজি,
তোমরা মোদের কত আপন,
ঠিক তখনই বুঝি৷
তাই বলেকি সকল সময়,
রাখতে হবে মনে?
আমরা হলাম রাজার বংশ,
ভুলব কেমনে?
ভুলের ঘরে জন্ম নিয়ে
দিচ্ছি সেই মাসুল
আমাদের যেমন ঘর দুয়ার নাই
ধন্যবাদ
চমৎকার লেখা
মন্তব্য করতে লগইন করুন