ফারাবি কাহানি
লিখেছেন লিখেছেন সমুদ্রপার ০২ মার্চ, ২০১৫, ০৬:৪৩:৫০ সন্ধ্যা
ব্লগার অভিজিত হত্যাকান্ডের গ্রেফতার করা করা হয়েছে ফারাবি নামধারী এক বেকুব গর্দভকে।ব্লগে, ফেসবুকে এই গর্দভ স্বনামে নাস্তিকদের হুমকি দিত , আবার নাকি ব্লগারদের কাছে ফোন করে টাকাও চাইত।
একবার ভাবুন যে এই গর্দভ টিএসসির মত জায়গায় চাপাতি হাতে আরেক সঙ্গীসহ ব্লগার অভিজিতকে কুপিয়ে হত্যা করেছে!! এবং এর ভয়ে পুলিশ থরথর করে কাপঁতে কাপঁতে নিষ্ক্রিয় ভুমিকা পালন করেছে !!!!!
বাংলা সিনেমাতেও এত বস্তাপচা রাবিশ দর্শকদের গেলানো হয় বলে মনে হয় না। র্যাবের কাছ থেকে এই মানের আহাম্মকি আশা করিনি।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আজ বিডিটুডে নিউজ.প্রথম আলো যেভাবে সংবাদ ছাপলো তাতে মনে হচ্ছে খুনটা ফারাবীই করছে।অথচ তাদের এইটা জানা নেই ,যে হাত কলম ধরে সে হাত অস্ত্র ধরেনা ,হয়ত হুমকি দেয় কিন্তু অস্ত্র ধরার সময় হাত থর থর করে কাঁপে.....
অজয় রায় স্যার সমীপে ,স্যার খুন ফারাবী করেনি ,সরকার সমীপে ,মাননীয় সরকার খুন ফারাবী করেনি ।তাঁকে ফাঁসানো হচ্ছে ...
ফারাবীকে ফাঁসাচ্ছে তারাই যারা এই খুনের রহস্য জানে ।অজয় স্যার আপনি আপনার পুরাণো শত্রুদের নামে মামলা ঠুকে দিন তাহলে আসল রহস্য বের হবে...
Hash tag on facebook:
#free_farabi
Hash tag on twitter:
#free_farabi
বেকুব মুর্খ বলে যতই ফারাবী কে টানুন, এটা স্বীকার করতেই হবে-'ফারাবী' নাস্তিকদের আতংক ছিল! সুশীলতা প্রমানে 'ফারাবী গ্রেফ্তার' সমর্থনযোগ্য নয়!
মন্তব্য করতে লগইন করুন