# লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২১:৪৮ রাত
বৌ ঝিরা এখন আর আগের মতো নাই
কিনলে মাছ কুটে আনো নইলে টেকা দায়
ভাঙ্গা রেকর্ড ঘেন ঘেন
মাড়তে গাল ভাতের ফেন
সিরিয়াল টা মিস হলে হরতাল চলবে তাই।
(বি.দ্র. মাছ কিনতে গিয়েছিলাম, কুটে আনলাম, আমরাও চালাক হয়ে গেছি)
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৮ বছর আগে রাতের ১০ টা বাজে তাজা কোরাল মাছ ষ্টিল মিল বাজার থেকে এনে ১১ টায় তা দিয়ে ভাত খাইছি।
আর মাত্র মাসখানিক আগে সকাল ৯.৩০ এ মেয়েকে স্কুলে দিয়ে ঘরে আসার সময় চমৎকার দেশি কই মাছ কাটিয়ে এনেও শুনতে হলো মুরগি বের করা হয়ে গেছে!!
মন্তব্য করতে লগইন করুন