আপনাদের আজকের একটা ঘটনা শুনাই ,

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৮:৩৬ রাত

আপনাদের আজকের একটা ঘটনা শুনাই ,



আমার সাহেবের ডায়বেটিজ বেড়ে যাওয়াতে ডাক্তার বেশি শাক সবজী খেতে বলছেন ।

আমি নিজেই গেলাম। কারন সে অসুস্থ্য শরীলে আনবেও না আর না খেলে আরো কষ্ট পাবে।

আমি আর আরেকজন ২০/২২বছরের একটা মাদ্রাসার ছেলে একই দোকানে দাঁড়ানো ।দোকানদার ২৫-২৮ বয়সের একটা ছেলে ।সে পাশের দোকানদার তার কাছে কি জানি চাইল ।

তখন সে বলছে ," দাড়া আগে হুজুর মুজুর দের বিদাই দি"।

আমার কাছে মনে হল সে ইসলামকে উপেক্ষা করেই কথাটা বলেছে।মাদ্রাসার ছেলেটা চুপ হয়ে আছে ।আমি ভেবেছি সে এর জন্য কিছু বলবে, না সে বধির এর মত চুপ রইল।আমি তো বধির না।

আমি দোকানদার ছেলেটাকে বললাম , আচ্ছা বাবা তুমি হুজুর কে হুজুর বলেছ খুব সুন্দর কথা বলেছ ।কিন্তু তার মিলানো কথাটা কেন বলেছ ?

সে উত্তরে বলল, "আরে আন্টি এই রকম দাড়ি টুপি গুলা নামাজ কালাম পড়ে না আরো যত আকাম কুকাম করে" ।

তখন আমি বললাম ,দেখো তুমি আমার ছেলের বয়সের ।তুমি কি জানো রবীন্দ্র নাথের এক গাল ভরা দাড়ি ছিল ?তিনি কি খাটি মুসলমান ছিল? তুমি নিজে দেখেছো হুজুররা খারাপ কাজ করে ?

সাথে সাথে ছেলেটা বলল , আন্টি আমি আসলে নাটকে আর সিনেমায় দেখে বলছি।নিজে তো দেখি নাই । "তখন আমি বললাম ,তুমি কি জান ? হাদিসে আছে , তুমি আল্লাহ খুশির জন্য একজন মুসলমানকে ভালবাসলে আখিরাতে আল্লাহর আরশের নীচে জায়গা পাবা ।

তখন সে বলল ,"আন্টি আমরা আসলে কিছুই জানি না ।আর কেউ আমগরে এই ভাবে বুঝায় নাই ।এখন আমার এই ভুলের জন্য কি করা উচিত তা বলে দেন ।আমি আর এই ভাবে হুজুরদের কে কোন দিন অবহেলা করে কিছু বলব না।"

তখন আমি বললাম ,হুজুর মনে কষ্ট পেয়েছে কিনা ? তাই হুজুরের কাছে মাফ চাও ।আর সাত বার আস্তাগফেরুল্লাহ পড় ।সে মাফ চাইল ও জানতে চাই ,আসতাগফেরুল্লাহ অর্থ কি ? ""আল্লাহ আমাকে ক্ষমা করে দেন । পরে দেখি সে হুজুর কে সব সদাই কম দামে আর ভাল দেখে দিল।হুজুর ছেলেটা যাবার সময় মিনিমিনিয়ে বলছে খালাম্মা , একবারে ঠিক মত ধরাটা দিয়েছে।

আমি তখন ভাবলাম এই কাজটা তো মিডিয়ারমাধ্যমে ইসলামের উপর অনাস্তা আর তার কাছে আমাদের ইসলামের দাওয়াত না যাওয়াটাই দায়ী ।আর হুজুর তো ইসলামের জ্ঞান দিয়ে আরো সুন্দর ভাবে ছেলেটার ইসলামের প্রতি এই অবজ্ঞাটা দূর করতে পারত ।

আমরা ইসলামকে ভালবাসি বলে সব জায়গায় ইসলামের প্রতি অবজ্ঞা আর মার খেয়ে যাব নাকি ?

কেন ? আমাদের এই দূর্বল ঈমান । কেউ না আসুক আমার আল্লাহ আমার সাথে আছে আমি একাই হকের পথে আর হকের কথা বলে যাব ।

নোলক কুমার কোরান পুড়ানোর কথা শুনে কোরানের পক্ষে গান নিজেই বানায়ে এর প্রতিবাদ করল আর আমরা মুসলমান হয়েও কোরান বুকে ধারক করে ইসলামের পক্ষে কথা বলতে না পেরে আর কতদিন অক্ষমতার ক্রোধে নিসপিস করে অন্তর দাহে মরব । এখনো কি আমরা ঈমানের সব চেয়ে দূর্বল ৩য় স্তরে থেকে ঘৃনা আর অক্ষমতার মাঝেই আমাদের আয়ুটা শেষ করে দিব । সবাই নিজ নিজ ঈমানের তাগিদে জেগে উঠেন ।রাত পোহাবার আর বেশি দেরী নেই । আল্লাহর সাহায্য ও বিজয় আমাদের খুব নিকটে । শুধু এখন আমাদের দরকার ঈমানের জযবা বাড়ানোর ।

ভুতের মেখেই রাম রাম বলে পালাবার পথ পাবে না । কারন এদের শক্তি মাকসার জালের চেয়েও ক্ষুদ্র। আমাদের গর্জনের গলা যত স্তব্দ হয়ে যাবে ততই এরা হায়নার হিঃস্র রুপ ধারন করবে । সিঃহের এক গর্জনে বাকী সব জন্তু জানোয়াররা স্তদ্ব হয়ে পালাবার পথ খুজে । হকের পথে বাধা আসবে ঈমানের পরীক্ষা আসবেই ।শয়তানের গাত্রদাহ জ্বালা আসবেই । ঈমানের পুজি নিয়ে ময়দানে না আসলে ঈমান বৃদ্ধি পাবে কিভাবে ? ঘরে বসে থাকলে ঈমানে তাগুতের ঘুনে ধরলে কাঠের ঘুন পোকার মত আস্তে আস্তে পুরো টাই নিংশেষ করে ফেলবে ।

"হে ঈমানদানগণ! সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবলায় দৃঢ়তা দেখাও,১৪১ হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো৷ আশা করা যায়, তোমরা সফলকাম হবে"৷ সুরা ইমরান

এর দু'টি অর্থ হয়।

এক, কাফেরেরা তাদের কুফরীর ব্যাপারে যে দৃঢ়তা ও অবিচলতা দেখাচ্ছে এবং কুফরীর ঝাণ্ডা সমুন্নত রাখার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করছে আমরা তাদের মোকাবিলায় তাদের চাইতেও বেশী দৃঢ়তা অবিচলতা ও মজবুতী দেখাতে হবে ।

দুই, তাদের মোকাবেলায় আমরা দৃঢ়তা অবিচলতা ও মজুবতী দেখাবার ব্যাপারে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে অগ্রসর হতে হবে।

আমি এখন দেখি আগের চেয়ে মুমিন মুত্তাকিনরা নিস্তেজ হয়ে যাচ্ছে ।তাতে ক্ষতি হবে আমার ,আমার কবরের ,আমার আখিরাতের ।ইসলামের বিজয় হল কিন্তু আমার আমলনামা খালি রইল তাতে আমার কোন লাভ হলো না।আর এখন যারা ইসলামের দূর্যোগ সময় অগ্রসর হবে তাদের আমল আর বিজয়ের পরে ইসলামের জন্য জান মাল সব কোরবানি করে দিলেও সেই সওয়াব পাওয়া যাবে না।তাই আসুন আর ঝিমানুর সময় নেই ।নিজের স্বানন্দে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এগিয়ে আসুন ।আপনি অন্যের দিকে না তাকিয়ে নিজেই নিজের কল্যানে হাশরের কাঠগড়ায় বেখুসুর খালাসের তাগিদে এগিয়ে আসুন ।

‘‘হে আমাদের রব!যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছো তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিয়ো না, তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো কেননা তুমিই আসল দাতা৷ আলে ইমরান -৮





বিষয়: বিবিধ

২৯১৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306419
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৩
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।সবার কাছে অনুরোধ থাকবে ,আগে পড়ে লাইক কোমেন্টস বা আপনার বন্ধুদের মাঝে পৌছে দিন।আমি যাদের আল্লাহ সন্তুষ্টির জন্য ভালবাসি তাদের আমি পড়ার জন্য নিমন্তন করবই ।এই কারনে আমাকে যাদের ভাল লাগে না তারা ইচ্ছা করলে আমাকে আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারেন । কারন আমি দুনিয়ার মোহে এই খানে আসি নাই । তাই আমি ইনশাল্লাহ নেটও্য়ার্ক ও ফিল্ডওয়ার্ক চালিয়ে যাবো। আমার ভুল হলে ক্ষমাপার্থী।
306421
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস অনুযায়ী ইসলাম এখন অপরিচিত ধর্ম হয়ে যাচ্ছে।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৮
248057
সত্যলিখন লিখেছেন :
306424
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৫
আনিস১৩ লিখেছেন : Assalamualikum.
You have rightly said, Islam will be victorious inshaAllah. But I have to count my actions towards it for my own benefit, for my Jannat.
May Allah (swt) accept all the good we do for the sake of Islam.
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৯
248058
সত্যলিখন লিখেছেন : Walikum Assalam ...Alhamdulillah ...same to u ...May Allah bless,save , guide ,protect and longlive u ...ameen summa ameen ya Rahmanur Rahim


306425
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৩
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লিহ খাইর, আপুমনি। সুন্দর ও নৈতিকতা শিক্ষার উদাহরণ আপনার লিখাটি। অনেক ধন্যবাদ।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৫
248056
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ ।জান্নাতের পিতারা দোয়া চাইবেন মাতারাও যেন জান্নাতী হতে পারি ।



306430
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৩
sarkar লিখেছেন : সূন্দর উপস্হাপনা আর বাস্তবধর্মী বিশ্লেষণের জন্য জাজাকাল্লাহু খাইর।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩২
248055
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আলহামদুলিল্লাহ । আমার ব্লগে আবার আসার আমন্ত্রন রইল।

306463
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : পরিস্থিতি যা তাতে আপনি যদি উপস্থিত না থাকতেন আর হুজুর ছেলেটা আপনার কথা গুলোই বলত তবে সারা বাজার ঐ হুজুর ছেলেটার শত্রু হয়ে যেত৷ দোষ ঐ ক্ষুদে হুজুরের নয় ওস্তাদ হুজুর দের, যাদের শাপলা চওরের অবস্থানকে খাদ্য মন্ত্রী কামরুল ব্যাঙ্ক লুটের জন্য অবস্থান বলে যায় আর হুজুররা তা হজম করে চলে৷ আপনার কাজের জন্য আল্লাহ অবশ্যই প্রতিদান দেবেন৷ আমাদের জন্যও দোওয়া করবেন৷
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩১
248054
সত্যলিখন লিখেছেন : আমার সাথে আল্লাহ আছেন ।আর আমার মনিব রহমানুর রাহিমের গোলাম ।তাই সব পরিস্থিতিতে আমার গোলামী মনিবের সন্তুষ্টির জন্য করে যেতে হবে । দোয়া চাইবেন আমার হেদায়াতের জন্য।আমার ব্লগে আবার আসার নিমন্তন রইল।

306496
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : নোলক কুমার কোরান পুড়ানোর কথা শুনে কোরানের পক্ষে গান নিজেই বানায়ে এর প্রতিবাদ করল আর আমরা মুসলমান হয়েও কোরান বুকে ধারক করে ইসলামের পক্ষে কথা বলতে না পেরে আর কতদিন অক্ষমতার ক্রোধে নিসপিস করে অন্তর দাহে মরব । এখনো কি আমরা ঈমানের সব চেয়ে দূর্বল ৩য় স্তরে থেকে ঘৃনা আর অক্ষমতার মাঝেই আমাদের আয়ুটা শেষ করে দিব । সবাই নিজ নিজ ঈমানের তাগিদে জেগে উঠেন ।রাত পোহাবার আর বেশি দেরী নেই । আল্লাহর সাহায্য ও বিজয় আমাদের খুব নিকটে । শুধু এখন আমাদের দরকার ঈমানের জযবা বাড়ানোর । দারুণ বলেছেন। শতভাগ সহমত।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৮
248053
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আলহামদুলিল্লাহ । আমার আবার আসার জন্য নিমন্ত্রন রইল।


306531
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। ঈমানের সব চেয়ে দূর্বল ৩য় স্তরে ঘৃণা করার কথা কোন হাদিসে নাই। এটা এক শ্রেণীর লোকদের বিকৃত অনুবাদ। হাদিসটার হুবহু অনুবাদ হলো- (তোমাদের মধ্যে যে কেউ কোন মন্দ কাজ দেখবে, সে যেন তা হাতের দ্বারা "পরিবর্তন করে দেয়", যদি সক্ষম না হয়, তাহলে মুখের দ্বারা, যদি সক্ষম না হয়, তাহলে অন্তর দ্বারা। আর এটা হচ্ছে দূর্বলতম ঈমান।) এখানে খেয়াল করুন- হাত, মুখ ও অন্তর দ্বারা পরিবর্তনের কথা বলা হয়েছে। ঘৃণা শব্দটাই হাদিসে নাই। কেউ যদি বলে আমি ঢাকা, চট্রগ্রাম ও সিলেট সফর করেছি। এখানে "সফর" শব্দটিকে একবার ব্যবহার করে যেমন তিনিটি যায়গার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। ঠিক তদ্রূপ হাদিসটিতেও "ফালইউগাইয়্যিরহু-সে যেন পরিবর্তন করে দেয়" শব্দটা এক বার ব্যবহার করে তিনটি অঙ্গের ব্যাপারে প্রয়োগ করা হয়েছে। অন্তর দ্বারা পরিবর্তন করার মানে হলো- মনে মনে উক্ত মন্দ কাজ সমাজ থেকে কিভাবে দূর কারা যায় যে জন্য সময়োপযোগী পদক্ষেপ গহণের বিষয়ে চিন্তা ভাবনা করা।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৫
248052
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ।আলহামদুলিল্লাহ।আপনি আমার মাঝের ভুলটা অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়ে আমার অজ্ঞতা দূর করার সুযোগ দিলেন ।

306563
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা প্রতিবাদি না হওয়ার কারনে যেমন সমাজে আমাদের অধিকার পাচ্ছিনা। তেমনি সাধারন মানুষরা আলিমদের অবজ্ঞা করছে সেই কারনেই।
০১ মার্চ ২০১৫ রাত ০২:৫৯
248114
সত্যলিখন লিখেছেন : ১০০% সহমত ।জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File