ভূতুড়ে সেই বাড়িটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪৩:৩৮ রাত
৫৭ জন আস্ত গিলে
কিছু রইল বাকি
বাধ্যতামুলক অবসরে
ঘরটা হল খালি।
ভূত পেত্নির আসর বশে
সেই ঘরে রোজ
দুচারটা লাশ নিত্য লাগে
হয় ভুরিভোজ।
অাতংকে তাই কাটছে দিন
কখন কি'যে হয়
মাঝরাতে আৎকে উঠি
ভুত পেত্নির ভয়।
বিষয়: বিবিধ
৬৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন