নিরাপত্তা ও পাসপোর্ট যাত্রীদের হয়রানি বন্ধে বেনাপোল বন্দরে বসছে ১৬টি সিসি ক্যামেরা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১৪:৩৫ রাত

যশোরের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের নিরাপত্তা ও পাসপোর্ট যাত্রীদের হয়রানি বন্ধে ১৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে বর্তমান সরকার। যোগাযোগ ব্যাবস্থা সহজ হওয়ায় এ পথে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার হাজার পাসপোর্ট যাত্রী ব্যবসা, চিকিৎসা ও ভ্রমণের কাজে যাতায়াত করেন। কিন্তু তাদের নানা হয়রানির শিকার হতে হয়। এর বাইরেও রয়েছে দালাল, স্থানীয় প্রতারক ও মাস্তান চক্রের হাতে হয়রানি, চাঁদা এবং নিরাপত্তা সমস্যা। বিভিন্ন সময়ে চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে ভ্রমণ ট্যাক্সে বাড়তি ২০ টাকা প্রদান, কাস্টমস পার হতে পাসপোর্ট প্রতি ৫০ টাকা প্রদান করতে হয় যাত্রীদের। পরে ইমিগ্রেশনে প্রাইভেট সার্ভিস পাসপোর্টে সিল মারতে ২০০ থেকে ৫০০ টাকা, ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা যাত্রীদের ৫০ থেকে ১০০ টাকা হারে ঘুষ দিতে হয়। এভাবে ইমিগ্রেশন অফিস পার হয়ে ভারতে প্রবেশের মুখেও ঘুষসহ নানা হয়রানিতে পড়েন যাত্রীরা। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তা প্রদান ও হয়রানিরোধে ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের চারপাশে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। বর্তমান সরকারের এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306129
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File