# স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫১:২৬ রাত
রোজ সকালে পাখির গানে
ভাংত আমার ঘুম
আজকে হঠাৎ গুলির শব্দ
সাতান্ন জোয়ান খুন।
সেই থেকে পাখ পাখালি
গাইলনা আর গান
নদীর জলে ভেসে গেল
হাজার হাজার প্রাণ।
ফুলের দেশ পাখির দেশ
রইল কেবল নামে
রোজই শুনি পড়ছে লাশ
এখানে আর সেখানে।
আবার কবে আসবে ফিরে
আমার সোনার দেশ
সাত সকালে গাইবে পাখি
থাকবেনা আর দ্বেষ।
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকার বাঁশ খাওয়ার জন্যে
প্রস্তুতি নিচ্ছে!
একটা বাঁশ ছাড়া ওনাদের আর বেশি কিছুই দিতে পারুম না!
যার যতটুকু সামর্থ্য আর কি!?
মন্তব্য করতে লগইন করুন