দেবের "দুই বাংলা" খোয়াব ও আমাদের মিডিয়া নোয়াব
লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৭:১৪ রাত
প্রথম আলোর প্রথম পাতায় বড় বড় অক্ষরে লাল কালির হেডলাইন "দুই বাংলাকে এক করতে চাইলেন দেব!!!!" ছোট অক্ষরে (১০ এর পাতায় সম্পাদকীয় পড়ুন)
পাশে বক্স আকারে বুদ্ধিজীবী রামেন্দু মজুমদারের কলাম "ক্ষমা চাইতে হবে দেবকে"
হাইকোর্ট ক্ষুব্ধ আইনজীবীর রিট।আজ রায়। প্রতিবাদে উত্তাল দেশ। পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন।
আরেক কলামে দেশের বিশিষ্টজনের সাক্ষাৎকারঃ দেব এদেশে জঙ্গীবাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছেন- দেবাশীষ রায়
দেব তার পিতামহের মতই কথা বলছেন- কুমার চোদন
দেবকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক- মল্লিক রায়
নিচের কলামে একটা ছবি- দেবের মন্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন দেশের শিল্পীগোষ্ঠি। টিভি চ্যানেলগুলোতে দেবের কোনো সংবাদ প্রচার না করার সিদ্ধান্ত। টানা কর্মসূচি ঘোষণা।
বিভিন্ন মন্ত্রী এমপি দেবের কথার প্রতিবাদ জানাচ্ছে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হল।
আর এক কলামে দেখা যাচ্ছে দেবের বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ডাক্তারদের সংগঠন বিএমএ।
ভেতরের পাতায় আব্দুল গাফফার চৌধুরীর কলাম!
ইমরান এইচ সরকারের নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের শাহবাগে বেলুন ফুলিয়ে প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ।
আপনারা কি মনে করছেন আমি গাঞ্জা খাইছি? তাহলে এসব লিখছি কেন?
প্রথম লাইনে দেব এর স্থলে একটা মুসলমান নাম রাখেন (যেমন ওয়াজেদ) এবং দুই "বাংলাকে"র স্থানে "পাকিস্তানকে" লিখে পড়েনতো দেখি, ঘটনা মিলে যায় কি না!
পাকিস্তানী কোন এমপি বাংলাদেশে সরকারী সফরে এসে দেবের মত মন্তব্য করলে উপরের ঘটনাগুলো দেখতে পেতেন। তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের কোনো এমপি এমন ধৃষ্টতা দেখালে প্রতিবাদ হবেনা কেন! দিনে দিনে আমরা আসলে কোনদিকে যাচ্ছি বা কত নিচে নামছি?
(বি,দ্র- এই লেখাখানি মুক্তিযুদ্ধের বন্ধু রাষ্ট্রের বিপক্ষে গেলেও আমি দুঃখিত নই। কারণ এই এসটেসটাসের প্রসবকারী আমি নই। আমি খালি কপি করে পেস্ট মেরেছি।কে ইহা লিখিয়াছেন তার নামও আমি জানিনা। তবে আমি ব্যক্তিগতভাবে অখণ্ড ভারতের পক্ষে। কেনর ব্যখা পরে হবে। )
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসেন আমরা বৃহত্তর গনতন্ত্রে যোগদান করি। সময়ের দাবী।
এটা করার সাহস কি দেবুদাদের আছে ?
আমরাও দুই বাংলা এক করার পক্ষে কিন্তু সেটা সুহরাওয়ার্দি-শরত বোস পরিকল্পনার অধিনে।
আর যদি তিনি বন্ধুত্ব বুঝাতে গিয়ে বলে থাকেন তবে, নিশ্চিত বলা যায়- তার দেশ গত ৬৫ বছরের ইতিহাসে সেরুপ যোগ্যতা প্রদর্শণে ব্যর্থ হয়েছে।
ডেভের এই কথার প্রতিবাদ কোন বুদ্ধিজীবী চুদিরভাই করলনা ,অথচ পাকি যদি হতো তাইলে বুদ্ধিজীবীদের পাছাচুলকানিতে থাকা যাইতনা ।আপনার লগে না মূল লেখকের লগে সহমত ।আর ওপার বাংলাকে এপারের লগে মিলাইতে চাওয়ার সপ্ন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ও ব্যাপক ভাবে দেইখা আসছে অথচ এপার বাংলার(বাংলাদেশের) গু ওপার বাংলার নদীতে ভাইসা যাওয়ার পর উহা হাতে কইরা ঘরে নিয়া ফুলদানিতে সাজাইয়া রাখার যোগ্যতাটা পর্যন্ত কলিকাত্তার কাট্টা মাল্লুর বাচ্চাগো নাই দ্যাটস অল ইউর অর্ডার ।
মন্তব্য করতে লগইন করুন