ভাষার মাসে রুদ্ধ কেন বাক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২২:৩৮ বিকাল
ভাষার মাসে নেইতো ভাষা মুখে
রুদ্ধ বাক শিকল আর চাবুকে
বললে কথা ভয় ভয় ভয়
যদি আবার গদির কিছু হয়।
ভাষার মাসে ঠোটে যেন তালা
বুকে চাপা ভীষণ রকম জ্বালা।
ক্রসফায়ার আর গুমের আছে ভয়
যদি আবার গদির কিছু হয়!
ভাষার মাসে আশার নেইতো বাণি
আছে দ্বন্দ আর হানা হানি
হামলা আছে মামলার আছে ভয়
যদি আবার গদির কিছু হয়!
ভাষার মাসে ঘুমিয়ে কেন তবে
জাগো সবে আবার জাগতে হবে
রুধতে হবে শেকল পড়ার ভয়
দেখব গদি কেমনে রক্ষা হয়!
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় এবার পিঠে দেয়ার ধুম
মুখ খুলে বলতে চাই
সুন্দর ছন্দাকারে যথার্থই বলেছেন আপনি। জাজাকাল্লাহু খাইর।
দোয়া করবেন দানব নাশে
কথা বলাই দুষ্কর
বলছে যারা দু'চারজন
সব দালাল লস্কর
হামলা আছে মামলার আছে ভয়
ভয়কে মোদের করতে হবে জয়
খোদার রহম তবে যদি হয় ।
মন্তব্য করতে লগইন করুন