পরিশুদ্ধ আত্বা

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৫০:২৪ দুপুর

এক নিস্তবদ্ধ নিরব রাতের কথা

আমি বলতে পারি

যে রাতে আমার আত্বা

পরিশুদ্ধ হয়েছিল

আমি হয়েছিলাম নিষ্পাপ।

সেই রাতে সবার আত্বা

ধুয়ে মুছে সাফ হয়েছিল কিনা জানিনা

তবে সব আত্বারা

পরিশুদ্ধ হতে চাইছিল।

হয়তো হয়েছিল পরিশুদ্ধ

কিন্তু দিনের আলোয় তা আবার

গিয়েছিল অপরিশুদ্ধ হয়ে

আমিও পারিনি আমার আত্বাকে

পরিশুদ্ধ রাখতে।

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305456
২১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File