❖❖❖ একুশ ❖❖❖ •••— মানসূর আহমাদ

লিখেছেন লিখেছেন জেলপেন ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৫:১৬ দুপুর



তুমি বিপ্লব, তুমি অহংকার,

তুমি শহীদ, তুমি গাজী,

তোমার জন্যে দামাল ছেলেরা

রেখেছে জীবন বাজি।

তুমি বায়ান্ন'র সেই চির চেনা

ভাষা সৈনিকের হুঙ্কার,

তুমি পুলিশের সেই গোলাগুলি,

আহত সৈনিকের চিৎকার।

বরকত, রফিক, জব্বার, সালাম,

অহি উল্লাহ, শফিউর,

তোমার জন্যে জীবন দিলো-

খালি হলো মায়ের কোর।

একুশ! তুমি হুঙ্কার, তুমি চেতনা,

ভাষা আদায়ের দিন,

তোমার জন্যে জীবন-দাতাদের

পারবো না শোধিতে ঋণ!



বিষয়: সাহিত্য

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File