# সেই ছেলেটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৯:০৮ রাত
রুবেল শুধু খেলার পাগল
উইকেট পেলেই খুশী
হ্যাপিকে তাই বল ভেবে
ধরল চুলের ঝুটি।
?
যেইনা দিল ছুড়ে
উঠল ম্যা করে
হ্যাপীর নাকি টান পড়েছে
আয় রোজগার রুটি।
# কাসুন্দি
কালকে সবাই রুবেল
আজকে সবাই হ্যাপি
খেলারাম খেলে যা
মন প্রাণ ঝাপি।
রুবেল হ্যাপি দোটনা
প্রেম ছিলকি ছিলনা
রুবেল কিন্তু শেয়ানা
হ্যাপির আছে রটনা।
আজকে সবাই হ্যাপি
কালকে সবাই রুবেল
ইটির পিটির ছাড়
নইলে মাথায় কদবেল।
হ্যাপি রুবেল কাসুন্দি
গাল দিওনা হমুন্দি
জাতি দিও হিচাদি
করলে আবার গেদাগেদি।
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন