ঐতিহাসীক একটি প্রশ্ন, মধ্য প্রাচ্যের দেশ গুলোতে মানুষের প্রজনন বৃদ্বি না হয়ে এশিয়ার দেশ গুলোতে মানুষের প্রজন্ম বৃদ্ধির কারণ কি ???
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১৭:১০ রাত
ঐতিহাসীক একটি প্রশ্ন ============== পৃথিবীর আবাদ যেহেতু হযরত আদম আঃ ও নুহ আঃ এর সময় কার থেকে , আজ থেকে প্রায় 10/11 হাজার বছর পূর্বে থেকেই , আর তাঁদের বসবাস ছিল প্রায় মধ্যপ্রাচ্যে জুডে
নূহ আঃ থেকেই পৃথিবীর নতুন আবাদ আর সেটা হল মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের বর্তমান মসুল শহর থেকেই । প্লাবনের পর তারা ইরাকের মূছেল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন, তা ‘ছামানূন’ বা আশি নামে খ্যাত হয়ে যায়।
,সেই হিসাবে এই সব দেশের জনসংখ্যা বেশী হওয়ার ছিল, কিন্তু দেখি তার উল্টো কিন্তু আমার প্রশ্ন হল এসব এলাকায় মানুষের প্রজন্ন বৃদ্ধি না হয়ে এশিয়ার দেশ সমূহ যেমন ভারতবর্ষে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া ,সহ, জাপান, চীন,ও ইন্দেনিশিয়ার এ সব এলাকায় মানুষের প্রজন্ম বৃদ্ধির কারণ কি ???
কারো জানা থাকলে শেয়ার করুন
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরব দের নিয়ে অনেকে হাসাহাসি করে তাদের একাধিক বিয়ে এবং অনেক সন্তান এর সংখ্যা নিয়ে। অথচ এত সন্তান সত্বেও কেন অারব রাষ্ট্রগুলির জনসংখ্যা কম সেটা তারা ভাবেও না। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন।
মন্তব্য করতে লগইন করুন