ফাগুনেও পোড়ায় আগুন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০২:৫২ সন্ধ্যা
ফাগুনে কি কেবলি ফোটে ফুল
ভুল সবই ভুল।
ফাগুনে কি কেবলি উড়ে চুল
ভুল সবই ভুল।
এই ফাগুনেই বর্ষা আসে
তুমুল ঝড় নিয়ে।
এই ফাগুনেই খবর আসে
মিরুর কাল বিয়ে।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ নিবেন
নিপা দিপা র কিয়ে
দাওয়াত খেয়ে
(আমি কবিতা পারিনা)
নিপা গেল হারিয়ে
দিপা আছে
ভয় পাছে
যদি না বলে
যায় চলে!!!
পোষ্টটির জন্য বারাকাল্লাহু ফিক ভাইয়া। ।
মন্তব্য করতে লগইন করুন