ব্লগে আজ আমার ২ বছর
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪০:১৬ সন্ধ্যা
টুডে ব্লগে আজ আমার ২ বছর। এই গত দুই বছরে ব্লগে কি শুধু সময় অতিক্রম করেছি নাকি কিছু দেওয়া নেওয়া হয়েছে ? এর একটি হিসেব জরুরি। আমি কি পেয়েছি সেটা নয় কি দিয়েছি সেটা আসল বিষয়।
# ব্লগে কি পেয়েছি ?
টুডে ব্লগের শুরুতেই পেয়েছি সম্মানিত ভাই বোন। পেয়েছি শিক্ষক সমতুল্য কয়েকজন উন্নতমানের লেখক। পেয়েছি লেখালেখি জগতের সুন্দর পথ।
# ব্লগ আমাকে কি দিয়েছে ?
ব্লগ অনেক কিছুই দিয়েছে তার মধ্যে অন্যতম হলো জাতীয় পত্রিকা সহ অনেক পত্রিকায় আমার লিখা প্রকাশ হওয়ার মত লিখা লিখতে সহায়তা করেছে।
# ব্লগে কেন নিয়মিত থাকতে পারিনা ?
ইচ্ছে করে সবসময় ব্লগে পোস্ট দেই কিন্তু সময় ও কাজের জন্য তা হচ্ছে না।
# ব্লগে কেন লিখি ?
ব্লগে লিখার অন্যতম কারণ নিজের মতামত প্রকাশ করা। সমাজ পরিবর্তনে নিজের অস্ত্র হিসেবে ব্লগ পোস্ট কে সামনে রাখা।
# কৃতজ্ঞতা
আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ব্লগ কতৃপক্ষকে ব্লগের মাধ্যমে আমার মত শত মানুষকে মতামত প্রকাশের মাধ্যম তৈরী করে দেওয়ার জন্য।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ মতামত প্রকাশ করার মাধ্যম।
বন্ধু তৈরিরও।
ধন্যবাদ ভাইজান
এগিয়ে যান এই প্রত্যাশা রইল
পোষ্টটির জন্য বারাকাল্লাহু ফিক ভাইয়া। ।
মন্তব্য করতে লগইন করুন