ডেইলি স্টারের ছবি ব্যবহার নিয়ে মিথ্যাচার। মতির আলোকেও হার মানায়
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১১:৫৩ বিকাল
ইংরেজি দৈনিক ডেইলি ষ্টার আজ তাদের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সংবাদের সাথে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি তৈরী করেছে। হরতালের জ্যামে আটকে আছেন প্রধানমন্ত্রী - এই সংবাদের সাথে তারা বিগত টি-২০ খেলার সময় ঢাকা শহরের কিছু ছবি হিসেবে পোস্ট করে দেয়। কিন্তু বিষয়টি ফেসবুকে পোস্ট করার পরপরই মানুষ প্রতিবাদ করতে থাকে, এবং তৈরী হয় এক হাস্যরসের।
পরে চাপের মুখে পোস্ট এডিট করে "ফাইল ফটো" যুক্ত করে দেয়।
বিষয়টি বুঝতে নীচের ছবিগুলো লক্ষ্য করুন।
- See more at: http://www.priyo.com/2015/02/16/133790.html#sthash.8VUOQocY.dpu
ছবি-২: ছবির ক্লোজ-আপ (পাঠকদের বুঝার সুবিধার জন্য)
ছবি-৩: ফেসবুকে প্রতিবাদ পরে পাঠকদের তীব্র প্রতিক্রিয়ার মাঝে ডেইলি ষ্টার তাদের ছবির ক্যাপশন পরিবর্তন করে। কিন্তু এডিটিং হিস্টরিতে তাদের আগের ক্যাপশন থেকে যায়।
হলুদ মিডিয়ার চামচামি , আর একাত্তর টিভির মত গয়াবলেসী কাহিনী দিয়ে চেতনার বানিজ্য ভালই চলছে। ড্রামা শেষ হবে না।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন