নব্য বর্গীর আনাগোনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৫:৪৯ দুপুর



৫৭ জন আস্ত গিলে যাত্রা তোমার শুরু

সেই থেকে সোনার দেশটা যেন ক্ষেত্র কুরু।

শেয়ার বাজার চেটে আবার ব্যাংক হল লুট

পুলিশ নামের রক্ষি দিয়ে জাতির বুকে বুট।


কুইক রেন্টাল স্বপ্ন দিয়ে ঘুম পাড়ানির গান

সাগর রুনির কথাটা তাই ভুলতে বাধ্য হলাম।

ইলিয়াস আলি গুম হয়েছে বেশ হয়েছে বেশ

গুমের চাইতে ঝাক্কি কম ক্রস ফায়ারে শেষ।


যে বিজিবি বিলাই বিশেষ সীমান্তে গেলে আর

ক্ষেত্র বিশেষ বাঘ হয়ে যায় আজব কারবার।

৫ই মে আঁধার রাতে নিভিয়ে দিয়ে আলো

আমরা কিন্তু কেউ দেখিনি বর্গী আবার এলো।


দেশটা আজ ঝুলছে যেমন ফেলানি কাটা তারে

ফোটায় ফোটায় রক্ত গেল পানি পানি চিৎকারে।

ঢের হয়েছে গুটাও এবার তোমার কালো হাত

ভুলে যেওনা আমরা কিন্তু স্বাধীন একাত্তুরের জাত।


বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303946
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৬
হতভাগা লিখেছেন : পোস্টটি ব্লগের ব্যান হবার কারণ হয়ে দাঁড়াবে

উচিত হবে অতি সত্বর বাক প্রবাসকে তাড়াবে
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১২
245840
বাকপ্রবাস লিখেছেন : দুই দিন পর পর তো ব্যান করে আবার চালূ হয়, সরকার এত কিছু পারে এই ব্লটা আটকাতে পারেনা, ফুরুত করে বের হয়ে যায়, এই ব্লগটা খুব বিরবিজ্জা
303948
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৩
প্রেসিডেন্ট লিখেছেন : রক্ষী বাহিনী আর দেয় না হানা নেইকো পাক হানাদার,
তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার?

নব্য রক্ষী বাহিনী কায়েম করেছে হায়েনা সরকার,
হত্যা, খুন, গুমে আজ দেশটা ছারখার।
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২২
245841
বাকপ্রবাস লিখেছেন : জনগণ তাই উঠবে জেগে উপায় নেই আর
পরগাছা যতই উঠতে চাইবে ছাটতে হবে বারবার
303959
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫০
245844
বাকপ্রবাস লিখেছেন : হুম, হতবাগারা একটু শঙকিতTongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File