# বিল্লি এখন দিল্লিতে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:১৩ দুপুর
চাচা শুনলাম ভারত গেছে
চাচি আছে খোয়াড়ে
চাচা আবার না করেনা
মারলে টুকা দুয়ারে।
জিনাত গেল বিদিশা গেল
গড়াল কত জল
চাচি বলে তোর চাচা
এখনো প্রেম পাগল।
চাচির মনে দুঃখ ভীষণ
চাচা রয়না ঘরে
তাইতো চাচি উঠল গিয়ে
তিনশ আসনের খোয়াড়ে।
চাচা চাচির রঙ তামাশায়
আমরা আছি বেশ
লাজ সরম থুইয়া বলি
সাবাস বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েরা তার প্রতি আকৃষ্ট হলে সেটা তো তার দোষ না !
মন্তব্য করতে লগইন করুন