# বিল্লি এখন দিল্লিতে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:১৩ দুপুর



চাচা শুনলাম ভারত গেছে

চাচি আছে খোয়াড়ে

চাচা আবার না করেনা

মারলে টুকা দুয়ারে।

জিনাত গেল বিদিশা গেল

গড়াল কত জল

চাচি বলে তোর চাচা

এখনো প্রেম পাগল।


চাচির মনে দুঃখ ভীষণ

চাচা রয়না ঘরে

তাইতো চাচি উঠল গিয়ে

তিনশ আসনের খোয়াড়ে।

চাচা চাচির রঙ তামাশায়

আমরা আছি বেশ

লাজ সরম থুইয়া বলি

সাবাস বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302928
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০০
দ্বীপ জনতার ডাক লিখেছেন : চাচা হলো সুযোগ সন্ধানী ও সুবিধা বাদি
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৭
245012
বাকপ্রবাস লিখেছেন : চাচা আপন প্রাণ বাঁচাতে গিয়ে হিজড়া হবার যোগাড়
302938
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : Big Grin Big Grin Big Grin উনাকে নিয়ে ছড়া কবিতাও লেখা হচ্ছে! এটাই বা কম কিসে! Silly Silly Silly কয়জনকে নিয়ে এমন আলোচনা হয় বলেন তো!! Tongue Tongue
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৭
245013
বাকপ্রবাস লিখেছেন : হুমমমমম চাচা দিল্লি গেছে সেটা জনতা জানার দরকার তাই ছড়ার ব্যাবহার উপায়তো নেই, নোঙরা হলেও সামটাইম ঘাটতে হয়Tongue Tongue
302943
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫০
হতভাগা লিখেছেন : বয়স তার ৮০+ হলেও এ বয়সেও তিনি রমনী মোহন ফিগারের অধিকারী ।

মেয়েরা তার প্রতি আকৃষ্ট হলে সেটা তো তার দোষ না !

'' তোমাদের কাছে এসে শত ব্যথা বুকে নিতে আজকের এই চেষ্টা আমার ''
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৬
245014
বাকপ্রবাস লিখেছেন : Surprised Surprised Surprised Surprised
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৯
245015
হতভাগা লিখেছেন : এটা এরশাদেরই লিখা (?) একটি গান ১৯৮৮ এর বন্যার সময়
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৩
245021
বাকপ্রবাস লিখেছেন : ভুইল্লাই গেছিলাম হেতে আবার কবি, বন্যার সময় হাটু পানিতে হাইটা হাইটা পোজ দিত হেইডাও মনে পড়ছে
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৩
245024
হতভাগা লিখেছেন : উনার আরো গান+কবিতা আছে । একটারে তো জাতীয় সংগীতের মতই করে ফেলেছিল ।
302981
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিংসা করেন ক্যান???
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
245037
বাকপ্রবাস লিখেছেন : কি ব্যাপার সাথীর সাথে সখ্য হয়নাইতো!!!
303030
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৭
245140
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও খুব করে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File