ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফেসবুক স্ট্যাস্টাস

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৮:০৮ সকাল

যারা বিএনপির এই হরতাল অবরোধ এর জন্য মায়া কান্না দেখাচ্ছেন তাদের জন্য!!!

ফিরে দেখা ১৯৯৬ থেকে ২০০৫ (আওয়ামী কাল)

☛ ২০০২ সালের HSCপরীক্ষার সময় পর পর দুই বার হরতাল দিয়েছিলো হাসিনা।

☛ ২০০৫ সালের HSC পরীক্ষার সময় লাগাতার হরতাল দিয়েছিল আওয়ামী লীগ।

☛ ১৯৯৫ সালের SSC পরীক্ষার সময়ও ৮ দিন হরতাল দিয়েছিলো আওয়ামী লীগ।

☛ ১৯৯৬ সালে HSC পরীক্ষার সময় আওয়ামীলীগের অবরোধের কারণে ৩ মাস পরীক্ষা পিছিয়েছিল।

☛ ১৯৯৬ তেই স্কুল-কলেজে তালা লাগিয়ে দিয়েছিলো হাসিনা বাহিনী, শিক্ষা সচিবদের রাস্তায় উলঙ্গ করে লাঞ্চিত করা হয়েছিল তখন।মনে করে দেখুন……১৯৯৮ সালের ১৫ নভেম্বর, হাতে তসবিহ এবং মাথায় পট্টি বেধেই জাতির কাছে হরতাল না করার ওয়াদা করে হাসিনা বলেছিলো,- বিরোধী দলে গেলেও আমরা কখনও হরতাল করব না। কিন্তু ২০০১ সালেই তিনি নেন ঐতিহাসিক পাল্টি, হয়ে যান মোনাফেক। পরীক্ষার সময়ই দেন একাধিকবার হরতাল। ১৯৯১ থেকে ৯৬, ১৭৩ দিন এবং২০০১ থেকে ০৭, ১৩০ দিন হরতাল-অবরোধ দিয়েছিলো পীর সাহেবা গোপালী।

দেখুন, হাসিনার ৯৪, ৯৫ ও ৯৬ সালে ডাকা হরতাল, অবরোধ এবং অসহযোগের কিছু চিত্রঃ

→ ১৯৯৪ সাল (৬ দিন হরতাল, ৫ দিন অবরোধ)

★২৬ এপ্রিল হরতাল,

★১০ সেপ্টেম্বর অবরোধ,

★১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর হরতাল,

★২৭ সেপ্টেম্বর অবরোধ,

★৩০ নভেম্বর অবরোধ,

★৭ ও ৮ ডিসেম্বর হরতাল,

★২৪ ডিসেম্বর অবরোধ,

★২৯ ডিসেম্বর অবরোধ।

→ ১৯৯৫ সাল (৩০ দিন হরতাল, ৪ দিন অবরোধ)

★২, ৩ ও ৪ জানুয়ারি হরতাল,

★১৯ জানুয়ারি অবরোধ,

★২৪ ও ২৫ জানুয়ারি হরতাল,

★১২ ও ১৩ মার্চ লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★২৮ মার্চ ঢাকা অবরোধ,

★৯ এপ্রিল ৫ বিভাগে হরতাল,

★২ ও ৩ সেপ্টেম্বর লাগাতার ৩২ ঘণ্টা হরতাল,

★৬ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল,

★১৬, ১৭, ১৮সেপ্টেম্বর লাগাতার ৭২ ঘণ্টা হরতাল,

★৭, ৮ অক্টোবর পাঁচ বিভাগে লাগাতার ৩২ ঘণ্টা হরতাল,

★১৬, ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর লাগাতার ৯৬ ঘণ্টা হরতাল,

★৬ নভেম্বর ঢাকা অবরোধ,

★১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ নভেম্বর প্রতিদিন সকাল-সন্ধ্যা হরতাল,

★৯, ১০ এবং ১১ ডিসেম্বরলাগাতার ৭২ ঘণ্টা হরতাল,

★১৭ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল,

★৩০ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ।

→ ১৯৯৬ সাল (৮৫ দিন হরতাল, ১ দিন অবরোধ, ২৬দিন অসহযোগ)

★৩ ও ৪ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★৮ ও ৯ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★১৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল,

★২৪ জানুয়ারি সিলেটে ১১ ঘণ্টা হরতাল,

★২৭ জানুয়ারি খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল,

★২৮ জানুয়ারি খুলনায় অর্ধদিবস হরতাল,

★২৯ জানুয়ারি ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল,

★৩০ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল,

★১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকায় (পাবলিক পরীক্ষা) হরতাল,

★৩ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল,

★৭ফেব্রুয়ারি ফেনীতে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হরতাল,

★৮ ফেব্রুয়ারি ফেনীতে হরতাল,

★১০ ফেব্রুয়ারি রাজশাহীতে হরতাল,

★১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে হরতাল,

★১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ,

★১৪ এবং ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টা লাগাতার হরতাল,

★২৪, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি লাগাতার অসহযোগ,

★৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত লাগাতার ২২ দিন অসহযোগ।

এই আওয়ামী লীগই ০২, ০৫, ৯৫, ৯৬ তে পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতা দখল করার পায়তারা করেছিলো, তারাই এখন বলছে-“জামায়াত-শিবির-বিএনপি পরীক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতা ছিনতাই করতে চায়!”

উল্লেখ্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে জামাই।

উৎসঃ প্রাইমনিউজ

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302915
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৮
মামুন লিখেছেন : কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তাই বলে কি কুকুরকে কামড়ানো
মানুষের শোভা পায়?
আওয়ামী লীগ করেছে বলেই কি বি এন পি'র ও করতে হবে?
যতো সব নোংরা মানসিকতা নিয়ে এরা রাজনীতি করছে।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০০
244986
রাজ্পুত্র লিখেছেন : বিএনপির কি করা উচিত একটু বলবেন?
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৯
244987
মামুন লিখেছেন : আমি এ দেশের ঘৃণ্য নোংরা রাজনীতিকে ঘৃণা করি। তাই এ ব্যাপারে কিছুই বলার নেই আমার। এই দু'দলই মুদ্রার এপীঠ আর ওপীঠ। প্রতিবারেই হরতাল অবরোধের নামে এই দুটো দলই সাধারণ জনগনকে টার্গেট করে, পুড়িয়ে মারে। এরা জনগণের জন্য মুখে বলছে কল্যাণকামী রাজনীতি করছে। কিন্তু আমাদের পেট্রোল বোমায় আবদ্ধ বাসে ঝলসে মরে যাবার ভিতরে যদি আপনি (এই পোষ্টের লেখক হিসেবে) কিংবা অন্য কেউ কল্যাণ দেখতে পান, আমার বলার কিছু থাকবে না।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৭
245110
রাজ্পুত্র লিখেছেন : পেট্রোল বোমায় নিশ্চয় কোন কল্যাণ নেই। তবে ভাই এই অবস্থা থেকে বের হবার একটা উপায়তো বের করতে হবে। আর পেট্রোল বোমা যারা নিক্ষেপ করছে তাদেরকে আমরা দেখতে পারছিনা কেন? তারা কি ধরা ছোয়ার বাইরে? নাকি রাজনীতির নোংরা খেলা!
302916
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০২
নেহায়েৎ লিখেছেন : এই পাল্টা-পাল্টি হিংসার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাছাড়া শান্তি আশা করা যায় না। দেশ সামনে অগ্রসর না হয়ে পিছনে হাঁটতে থাকবে।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৯
245111
রাজ্পুত্র লিখেছেন : ভাই বের হয়ে আসার সঠিক উপায়টা কি? সাধারন মানুষ কেন কষ্ট সহ্য করবে? আর কত দিন এভাবে চলবে? দেশের বর্তমান অবস্থায় সামনে অগ্রসর হওয়ার আশা করা অনর্থক।
302940
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : জাতী বরাবরই ঘুম কাতুরে। ঘুমিয়ে ঘুমিয়েই সারাবেলা পার করতে চায়। লোকেদের কথা শুনে তাই আবারও প্রতীয়মান হলো। এইজন্যইতো আজ দেশের এই অবস্থা! খালি তাদের ব্যপার আর তাদের ব্যপার! আমাদের কিছু না! আমরা কি দেশের বাইরে! মানব জাতীর বাইরে! যদি তা না হই তাহলে অবশ্যই এসবকিছুই আমাদের ব্যপার!
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪২
245112
রাজ্পুত্র লিখেছেন : আমরা শুধু ঘুম কাতুরেই নই বড় অসচেতনও বটে! আর আমরা একত্রিত হতে পারিনা দেশের প্রয়োজনে এটাই বড় সমস্যা।
302944
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৪
হতভাগা লিখেছেন : হাসিনা পার্থর খালা শাশুড়ি
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৪
245113
রাজ্পুত্র লিখেছেন : রাজনীতির কাছে আত্মীয়তা কিছুই না।
302973
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : "কুকুরের কাজ" এই লাইনগুলি দিয়ে ঘটনা কে সরলিকরন করা এক ধরনের ভিতি। পাগলা কুকুর কে এই কথা বলে ছেড়ে দেওয়া যায়না।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৫
245114
রাজ্পুত্র লিখেছেন : এজন্যইতো বাংলাদেশ এগেয়ে যেতে পারছেনা। বার বার শুধু পেছনের দিকেই যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File