বুকে গুলি
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৬:৪৩ সকাল
পায়ে গুলি বুকে গুলি
আর কত চলবে
জালিমেরা দুনিয়াকে
আর কত দলবে?
জিহাদের ডাক দিতে
আর কত দেরী
মুমিনের পায়ে পায়ে
লাগছে যে বেরি।
চুপ করে থাকার এটা
নয়ত সময়
বিপ্লবে জাগে বীর
ভিরুরা ঘুমায়।
বিষয়: সাহিত্য
১২১৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে আসুন দেশে
ক্বিয়ামত পর্যন্তই জুলুম ও জালিম থাকবে মুমিনদেরকে পরীক্ষা ও পুরস্কৃত করার জন্য
জালিমরা মুমিনদের পরীক্ষক। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন