অজানা গন্তব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৪:৩৮ রাত
ডানে গেলে পেট্রোল বোমা
বামে ক্রস ফায়ার
দেশটা তবে যাবে কোথায়?
ঘোর অন্ধকার।
সামনে ভয় পুলিশ পুলিশ
পেছনে পিকেটার
সবই কিন্তু দেশের জন্য
জনতা নির্বিকার।
তাকাচ্ছি তাই উপর পানে
নিচেই ঠিকানা!
বলছি তোমায় যাব কোথায়
কিছুই বলছনা।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমতার দণ্ডে নির্বাক কবি
অগ্নিগর্ভে দেশ শুধু আগুনের ছবি
কোথায় যাবে দিশেহারা নেই পরিএয়াণ
মানব নামে দানব ওরা বড় বেঈমান ।
হয় জান্নাত নয় জাহান্নম!
জনতা নির্বিকার থেকে উপর পানে তাকায় থেকে লাভ নাই ভাইয়া ।আল্লাহ সেই জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষন না তারা নিজেরা চেষ্টা করবে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন