হিজাব ডে
লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৬:০৪ রাত
হিজাব ডেতে হিজাব পরা
এই বেবিটা কার
তার বাবা চাচ্ছে দয়া
মহানও আল্লাহর।
দয়া কর হে দয়াময়
আমার বেবির তরে
তোমার হুকুম মেনে যেন
নিজের জীবন গড়ে।
ভোগের চেয়ে ত্যাগে যেন
হয় বিশ্বাসী
গরিব দুঃখীর দুঃখে যেন
রয় আশ্বাসী।
গুরুজনকে করে যেন
সদা সম্মান
মেধা মননে, রাখে যেন
যোগ্যতার প্রমাণ।
মা-বাবার প্রিতি যেন সে
থাকে সদয়
কবুল কর, বাবার দোয়া
হে দয়াময়।
বিষয়: সাহিত্য
১০৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিজাবি বেবির বাবার দোয়া, ছন্দে সুরে অন্তর ছোঁয়া।
ভালোবাসা উপচানো ছড়াটা ভাল্লাগ্লো।
আল্লাহ আন্তরিক এই দুয়া কবুল করুন!আমিন ছুম্মা আমিন!!
দেরীতে হলে কি দোয়ার কদর কমে যায়??
মোটেইনা বরং কন্টিনিঊ চলতেই থাকে।
ধন্যবাদ মুহতারাম।
ধন্যবাদ ভাইজান।
মন্তব্য করতে লগইন করুন