আমারে একটু ধর হাসতে হাসতে যাই মরি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৭:০৭ দুপুর
পোলা মরছে কার
বিলাপ করে কোনজনা
এমন দঃখের দুঃখি
পোড়া বাঙ্গালি চিনলনা।
আমারে একটু ধর হাসতে হাসতে যাই মরি
এমন নিখুঁত অভিনয় করে সে কেমন করি।।
কাঁদতে কাঁদতে খালা
ঠুকল আবার মামলা
মুছতে মুছতে চোখ
বলে এবার সামলা।
আমারে একটু ধর হাসতে হাসতে যাই মরি
এমন নিখুঁত অভিনয় করে সে কেমন করি।।
এক পোলা গেছে
অন্যটা গেল কোথায়?
আড় চোখে খালা
এদিক ওদিক তাকায়।
আমারে একটু ধর হাসতে হাসতে যাই মরি
এমন নিখুঁত অভিনয় করে সে কেমন করি।।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এইটা হলো ডিজিটাল শোক!
++++++++++++++++++
মন্তব্য করতে লগইন করুন