গতকাল ব্যাপক বিনোদন বঞ্চিত হল বাঙ্গালী জাতি

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৫ জানুয়ারি, ২০১৫, ০৪:১১:২৮ বিকাল

বাংলাদেশের সেরা অভিনেত্রীর অভিনয় দেখা থেকে বঞ্চিত ১৬ কোটি মানুষ। খালেদা জিয়ার ছেলের মৃত্যুতে মায়া কান্না দেখাতে গিয়েছিলো দেশ সেরা এই অভিনেত্রী। কিন্ত তার নিজেরই বন্ধ করা দরজা খোলা আর সম্ভব হয়নি।

তাই তিনি অভিনয় না করেই সেখান থেকে ফিরে আসেন। আর তাতেই অভিনয় দেখা থেকে বঞ্চিত হয় পুরো জাতি।

গুলশানে যাওয়ার আগেই অভিনয়ের রিয়ালসেলটাও ভালভাবেই সেরে নিয়েছিলেন তিনি।

কিন্তু পারলেনা অভিনয় করতে। তাই ভারাক্রান্ত তিনি তার বাসায় ফিরে যান। আর তাতেই আমরা অভিনয়টা দেখতে পারিনি।

আর তার অভিনয় দেখতে না পেরে ভাদা সম্প্রদায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমিও তাদের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা এমনিতেই বিনোদন পাগল জাতি। কেন বিনোদন দেখতে পারলাম না। তাই খালেদার বিচারের দাবি জানাচ্ছি।

বিষয়: রাজনীতি

৯৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301684
২৫ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৩
হতভাগা লিখেছেন : দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে আর আপনারা সেটার মজা নেন !


301690
২৫ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই দেশে নোংরা রাজনীতিতে এটাই স্বাভাবিক । আমি অবাক হইনি
301693
২৫ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
301722
২৫ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪৮
301797
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৫
খান জুলহাস লিখেছেন : দেশের প্রধানমন্ত্রী!!!! হাসিনা কিভাবে হলেন মনে আছে কি??? একজন অবৈধকে বৈধ সম্মান দেখানোর কোন কারণ আছে বলে আমার মনে হয় না।

হাসিনার ওখানে যাওয়া নাটক ছাড়া আর কিছুই না। রাজনৈতিক ফায়দা নিতে গেলেন। আর ফায়দা নিয়েই এলেন।

আর কোকোর মৃত্যুতে সবচেয়ে দায়ি যে ব্যক্তি সে হলো হাসিনা।

সুতরা উচিৎ শিক্ষা হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File