আমাদের প্রধানমন্ত্রী কোন দেশের নাগরিক?

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৫ জুন, ২০১৫, ০৩:০২:২৬ দুপুর



আমাদের প্রধানমন্ত্রী কোন দেশের নাগরিক আমি নিশ্চিত নই। তবে উনি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ভোটার। এটা নিশ্চিত ভাবে বলা যায়।

যদিও প্রধানমন্ত্রীর বিরোধীরা ওনাকে ভারতীয় বলতে বেশি পছন্দ করেন। আর প্রধানমন্ত্রীর অনুসারিরা খাঁটি দেশ প্রেমিক মনে করেন। তবে আমি কোন পক্ষে যাব আসলে ভেবে পাচ্ছিনা।

আমাদের এই স্বঘোষিত প্রধানমন্ত্রীর ভারতের প্রতি যে একটু প্রেম রয়েছে একথা আমরা সবাই কম বেশি জানি। আর তাতেই তিনি সেদেশের ভোটের তালিকায় স্থান পেলেন।

সম্প্রতি ভারতের একটি পৌর নির্বাচনে ভোটার তালিকায় বাংলাদেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছে!

ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনে তার নামে এই ভোটার আইডি কার্ড। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।

বেঙ্গালুরুর ভোটার তালিকা দেখে বিস্ময়ে মুখ হা হয়েছে অনেকেরই। একটি দেশের প্রধানমন্ত্রী কী করে প্রতিবেশী দেশের ভোটার হলেন তা নিয়ে জল্পনার শেষ নেই সেখানেও।

ভারতীয় প্রভাবশালী দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিসহ একটি ভোটার আইডি কার্ডের সন্ধান পায় দেশটির গণমাধ্যম। পরিচয়পত্রটিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে এবং ভোটারের নাম লেখা হয়েছে শেখ হাসিনা, যার স্বামীর নাম ওয়াজেদ মিয়া। শেখ হাসিনার জন্মের বছর উল্লেখ করা হয়েছে ১৯৯২। আইডি কার্ডে শেখ হাসিনাকে বেঙ্গালুরুর থানিসান্দ্রা এলাকার ভোটার হিসেবে দেখানো হয়েছে। পরিচয়পত্রটির নম্বর হল: জেডবিজি ৮৮৯৩১৫০।

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327464
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : কি বলবো আমিও বুঝে উঠতে পারছি না।
২৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
269762
খান জুলহাস লিখেছেন : কিছু বলার দরকার নাই ভাই। মোদি চাইছে সে ভোটার হইছে।
327467
২৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
শেখের পোলা লিখেছেন : মুক্ষ্য মন্ত্রী হলে ভোটার হতেই পারেন৷ হয়ত ওটা লিখতে ভুলে গেছে৷
২৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
269763
খান জুলহাস লিখেছেন : মূখ্যমন্ত্রী হতে হলে ভোট যুদ্ধে জিততে হবে। চুরি করে হওয়া সম্ভব না।
২৬ জুন ২০১৫ রাত ০৩:৩০
269782
শেখের পোলা লিখেছেন : আরে ভাই, ঐ সিস্টেমতো শুধু ভারতেই আছে৷ ভারতের বাংলা প্রদেশের মুক্ষমন্ত্রী৷ বাংলাদেশের নয়৷
২৬ জুন ২০১৫ সকাল ১১:১৩
269795
খান জুলহাস লিখেছেন : তা ঠিক বলেছেন বৈকি। তবে উনি তো এখন বাংলাদেশ প্রদেশের মূখ্যমন্ত্রী না উনি ব্যঙ্গালুরুর মূখ্যমন্ত্রীর হবার চেষ্টায় আছেন।
327475
২৫ জুন ২০১৫ রাত ০৯:৪৯
তাসনুভা লিখেছেন : এটা এডিটেড । আইডি কার্ড এর ছবি এরকম হয়না
২৫ জুন ২০১৫ রাত ১১:০৪
269775
খান জুলহাস লিখেছেন : আপনি কি ইন্ডিয়ার নির্বাচন কমিশন?
২৯ জুন ২০১৫ রাত ১০:৪৬
270283
তাসনুভা লিখেছেন : এটা কমন সেন্স
৩০ জুন ২০১৫ দুপুর ০৩:১৬
270325
খান জুলহাস লিখেছেন : ইন্ডিয়ার আইডি কার্ড এমন না। এটা বোঝার জন্য কমন সেন্সের প্রয়োজন নেই। প্রয়োজন বাস্তবে তা দেখা। আপনার Worried common sense is very umcommon.
327496
২৫ জুন ২০১৫ রাত ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইজ্ঞা উনি যে দেশের মুর্থ সরি মুখ্য মন্ত্রি সেই দেশের!!
২৭ জুন ২০১৫ রাত ০১:২৩
269839
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ
327513
২৬ জুন ২০১৫ রাত ০২:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভারতীয় উপমহাদেশের নাগরিক আর কি? হায়রে ভারত প্রেম কোথায় গিয়ে দাঁড়াল?
327591
২৭ জুন ২০১৫ রাত ০১:২৩
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File