মুসলমানদের মাঝে এত বিভক্তি কেন ?

লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৫ জুন, ২০১৫, ০৩:০১:৩২ দুপুর

ধর্মীয় কোন্দলঃ দুর্ভাগ্যের বিষয় মুসলমানেরা আজ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে শত্রুর মোকাবেলা করার পরিবর্তে পরস্পরের মধ্যে সংঘাতে লিপ্ত। আত্মঘাতী-ভ্রাতৃঘাতী সংঘর্ষে বহু নগর জনপদ বিরান হয়ে গেছে ইতোমধ্যে। খুব ছোট খাট বিষয় নিয়ে পরস্পর মারাত্মক বিবাদ-বিসম্বাদে জড়িয়ে পড়ছে। এক দল অপর দলকে কোনক্রমেই সহ্য করতে পারছে না। এদের মধ্যে সুন্নী, কড়া সুন্নী, গোলাপী, ওহাবী, মাইজভান্ডারী, তাবলীগী, আহলে হাদিস, শিয়া, খোজা, মাজহাবী, লা মাজহাবী, গোলটুপী, চানটুপি, লম্বা টুপি, কালোটুপি, চেপ্টাটুপি, কেয়ামী, লা কেয়ামী, লম্বা কোর্তা, বেঁটে কোর্তা, লম্বা দাঁড়ি, বেটে দাঁড়ি, লাল দাঁড়ি, মাজারপন্থী, কবরপন্থী, পীরপন্থী, পাকিস্তানী পীর, বাঙ্গালী পীর, দরগাহ পন্থী, আটরশি, বাররশি, দেওয়ানবাগী, তবলাবাজী, তরীকাপন্থী, মিলাদুন্নবীপন্থী, সিরাতুন্নবীপন্থী, সুফীপন্থী, মারফতী, লা-তরীকা, দেওবন্দী, লালবাগী, কামরাঙ্গী, আলিয়া, নুরানী, বেদাতী, বেনামাজী, হাককা নামাজী, হাটকা নামাজী, ৩শ ষাটকা নামাজীসহ শত শত দল উপদলে বিভক্ত এই উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা। তাছাড়া আমাদের দেশে রাজনৈতিক দলের সংখ্যাও শতাধিক। এক ইসলামের মধ্যে এত বিভক্তি কিসের আলামত পাঠক সমাজ একটু চিন্তা করে দেখুন। মন্তব্য করুন।

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File