ভারতীয় ভোটার বাংলাদেশের শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ জুন, ২০১৫, ০২:৫৫:২৮ দুপুর
ভারতের একটি পৌর নির্বাচনে ভোটার তালিকায় বাংলাদেশের শেখ হাসিনার নামে একটি ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছে ।
ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনে তার নামে এই ভোটার আইডি কার্ড। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।
ভারতীয় প্রভাবশালী দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিসহ একটি ভোটার আইডি কার্ডের সন্ধান পায় দেশটির গণমাধ্যম। পরিচয়পত্রটিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে এবং ভোটারের নাম লেখা হয়েছে শেখ হাসিনা, যার স্বামীর নাম- মৃত ওয়াজেদ মিয়া। আইডি কার্ডে শেখ হাসিনাকে বেঙ্গালুরুর থানিসান্দ্রা এলাকার ভোটার হিসেবে দেখানো হয়েছে। পরিচয়পত্রটির নম্বর হল: জেডবিজি৮৮৯৩১৫০।
সূত্র : ইন্ডিয়া টুডে।
http://indiatoday.intoday.in/video/sheikh-hasina-voter-card-issued-bangladesh-prime-minister/1/446835.html
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনা কি?
মন্তব্য করতে লগইন করুন