জামায়াতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা কি নেহাত নির্বাচন কেন্দ্রীক?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ জুন, ২০১৫, ০৩:২১:০১ দুপুর



সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দ্বিধায় ছিল বিএনপি। মাঠ পর্যায়ে চারদলীয় জোটের অবস্থা ভালো, চিন্তার কোনো কারণ নেই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এমন কথা মতোই ‘নিশ্চিন্তে’ ২০০৮ সালের নির্বাচনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তার ওই ভুল তথ্যের কারণে অনেকটা গা-ছাড়া ভাব দেখা গিয়েছিল বিএনপির নির্বাচনী শিবিরে। যেই ভুলের মাশুল এখনও গুনছে বিএনপি। ঢাকায় তৃণমূলের নেতা-কর্মীরা এসে ওই নির্বাচনে ভরাডুবির কারণ তুলে ধরেন কেন্দ্রীয় নেতাদের কাছে। নেতা-কর্মীরা জানান, জামায়াতের মুক্তিযুদ্ধকালীন অবস্থান আর জঙ্গি তৎপরতায় দলের নেতাদের অংশগ্রহণ নিয়ে দেশবাসীর মধ্যে নানা কথা আছে। তাছাড়া জোটে থেকেও বিএনপিকে দুর্বল করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করছে জামায়াত। তাই এখনও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিব্রতকর অবস্থায় আছে বিএনপি। এজন্য জামায়াতের সঙ্গে জোটের কারণেই দেশবাসীর প্রাণের দাবি যুদ্ধাপরাধের বিচারের শুরু থেকেই এর পক্ষে অবস্থান নিতে পারেনি বিএনপি। জামায়াতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নেহাত নির্বাচন কেন্দ্রীয় রাজনীতির জন্য। জামায়াতের আলাদা সংবিধান ও কার্যবিধি আছে। বিএনপিরও সবকিছু আলাদা। কারো সঙ্গে কারো কোনো মিল নেই। দিক হারা বিএনপি জামায়াতনির্ভর হয়ে গেছে এটা পুরোপুরি সত্যি নয়। তবে জামায়াতকে জোটে রেখে বিএনপি যে বেশি লাভবান হইনি এটা ও সত্যি। যার কারণে এমন অবস্থায় বিএনপি-জামায়াত সম্পর্ক ভাটা পড়েছে।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327458
২৫ জুন ২০১৫ দুপুর ০৩:৩৩
খান জুলহাস লিখেছেন : ইগলের চোখ আবার বিএনপিতে যোগ দিলো কখন?
327470
২৫ জুন ২০১৫ রাত ০৮:১১
রক্তলাল লিখেছেন : তোর আর হাসিনাসহ কুত্তালীগের সাথে সম্পর্ক কি আগে সেটা বল।

বিএনপি জামাত এই দেশের মানুষের - তাদের মধ্যে যেকোনো সম্পর্ক ঠিক আছে।

কিন্তু ভারতের দাসগিরি মেনে নেওয়া যায়না। তুই আর সব ভাদা (ভারতীয় দালালরা) ভারতে যা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File