সমকামিতায় আমেরিকানদের মতো আমিও আনন্দিত!
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৮ জুন, ২০১৫, ০৭:২০:৪৮ সন্ধ্যা
গত ২৬শে জুন আমেরিকার বিচারকরা সমকামিতাকে আইনি বৈধতা দিয়েছে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা সমকামিরা আনন্দে ভাসছে। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তাদের মধ্যে। আমিও ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহী।
তবে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে তাদের মতো আমি এই সমকামিতার সমালোচনা করছি না বরং আনন্দ প্রকাশ করছি।
আমার আনন্দ প্রকাশ আর যারা সমকামিতায় (নাস্তিকদের) বিশ্বাসি তাদের আনন্দ প্রকাশের উদ্দেশ্য এক নয়। যারা সমকামিতায় বিশ্বাসি বা নাস্তিক তাদের ধ্বংস দেখে আমি আনন্দ প্রকাশ করছি। কারন এই সমকামিতায় তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে যেমনিভাবে ধ্বংস হয়েছিলো লূত (আ) এর কওমের সমকামি লোকজনদের।
যদিও তাদের ধ্বংস করা হয়েছিলো আল্লাহ তায়ালার গজবে। কিন্তু যারা সমকামি তাদের উপর যদি আল্লাহর গজব নাও আসে তারপরও তাদের ধ্বংস হবেই। এতে কোন সন্দেহ নেই। আর আমি এ্ই কারণেই আনন্দিত।
সমকামিতা কখনো সৃষ্টি করে না । সমকামিতা শুধু ধ্বংসই করে। সমকামি হয়ে পৃথিবী কোন মানুষের আর্বিভাব হয়নি শুধু চলে গেছে।
আমি নাস্তিকদের অনুরোধ করবো দয়া করে আপনারা সবাই সমকামি হন। পৃথিবী থেকে নাস্তিক বিলুপ্ত হওয়া প্রয়োজন।
বিষয়: বিবিধ
১৭০০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও তাই মনে করি
মন্তব্য করতে লগইন করুন