লড়ে যাও বীর বিজয় সন্নিকটে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৯:২০ সন্ধ্যা





ক্রস ফায়ারের পড়ল হিড়িক

যাচ্ছে চলে তাজা প্রাণ

দেখছেনা কেউ ভাবছেনা কেউ

বলছেনা কেউ এবার থাম।

Rose

দেখছিনা আর সুশীল সমাজ

রইল চুপ প্রিন্ট মিডিয়া

সব শালারাই এক রসুনের

গোড়া যেমন ধীক চুতিয়া।

Rose

তবুও যারা লড়ছে বীর

দিচ্ছে প্রাণ দেশের তরে

সত্যের জয় হবেই হবে

হল যেমন একাত্তর এ।

Rose

লড়ে যাও বীর সাথীরা

ডরাওনা জানি ক্রস ফায়ারে

যে পথে গেছে পাক হানাদার

এরাও যাবে সেই পথ ধরে।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300976
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
দুষ্টু পোলা লিখেছেন : লাভ নাই
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
243457
বাকপ্রবাস লিখেছেন : দুষ্টু পোলা
300980
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:০৩
ইবনেআদম লিখেছেন : খালেদা বিবির নরম নরম কথায় কাজ হইবেনা। তাহাকে ১৫ দিন অবরোধ করিয়া রাখিলো, তাহার পরও বলিল সরকারকে সাধুবাদ! সত্যকথা হইলো আমেরিকার কোন একটা ছোট মন্ত্রী আসিতেছে তাহাকে দেখাইবার জন্য আপাতত বালুর ট্রাক সরাইয়া ফেলিয়াছে। এই আসল কথাটা বলিতে পারেনা যে নেত্রী তাহার দ্বারা আন্দোলন -এর সফলতা নিয়ে আমার সংশয় আছে।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
243460
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
300981
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিএনপির আমলে সন্ত্রাসীদের ক্রসফায়ারে দিয়েছিলো এবার আওয়ামী লীগ দিচ্ছি সমস্যা কোথায়?
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
243462
বাকপ্রবাস লিখেছেন : Surprised Surprised
300983
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ বিজয় আসবেই
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
243463
বাকপ্রবাস লিখেছেন : Happy>- Happy>- Happy>-
300985
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু............ শ্রদ্ধেয় ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
243464
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও অশেষ শ্রদ্ধা এবঙ ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৪
243465
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
300995
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৪
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৬
243477
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Waiting Waiting Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
301008
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০১
মোতাহারুল ইসলাম লিখেছেন :



সুশীল তো নয়, কুশীল আছে, এ কথাটি শোনো
বিড়াল তপস্বী তির্থে যায়, সবাই তাই জেন
পড়লে বিপদে আ.লীগ, এরা হয় সরব
আম-জনতার অধিকারে, এর রয় নিরব।
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
243560
বাকপ্রবাস লিখেছেন : সময় এখন আইক্কা ঠেলা
যেখানেই পাবেন আম্লিক চেলা
301010
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৪
শেখের পোলা লিখেছেন : অত্যাচারির পতন হবেই
আজ অথবা সামনে দিনে,
বীর মুজাহীদ এগিয়ে চল
অন্ধকারে রাস্তা চিনে৷
লড়তে হবে জিততে হবে,
খতম হবে জুলুম বাজ,
ফাসাদকারী নিপাত যাবে
কায়েম হবে খোদার রাজ৷
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৫
243561
বাকপ্রবাস লিখেছেন : ইনশাইআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File