লড়ে যাও বীর বিজয় সন্নিকটে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৯:২০ সন্ধ্যা
ক্রস ফায়ারের পড়ল হিড়িক
যাচ্ছে চলে তাজা প্রাণ
দেখছেনা কেউ ভাবছেনা কেউ
বলছেনা কেউ এবার থাম।
দেখছিনা আর সুশীল সমাজ
রইল চুপ প্রিন্ট মিডিয়া
সব শালারাই এক রসুনের
গোড়া যেমন ধীক চুতিয়া।
তবুও যারা লড়ছে বীর
দিচ্ছে প্রাণ দেশের তরে
সত্যের জয় হবেই হবে
হল যেমন একাত্তর এ।
লড়ে যাও বীর সাথীরা
ডরাওনা জানি ক্রস ফায়ারে
যে পথে গেছে পাক হানাদার
এরাও যাবে সেই পথ ধরে।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুশীল তো নয়, কুশীল আছে, এ কথাটি শোনো
বিড়াল তপস্বী তির্থে যায়, সবাই তাই জেন
পড়লে বিপদে আ.লীগ, এরা হয় সরব
আম-জনতার অধিকারে, এর রয় নিরব।
যেখানেই পাবেন আম্লিক চেলা
আজ অথবা সামনে দিনে,
বীর মুজাহীদ এগিয়ে চল
অন্ধকারে রাস্তা চিনে৷
লড়তে হবে জিততে হবে,
খতম হবে জুলুম বাজ,
ফাসাদকারী নিপাত যাবে
কায়েম হবে খোদার রাজ৷
মন্তব্য করতে লগইন করুন