শেকড়ের সন্ধানে - মমতার বন্ধনে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ জানুয়ারি, ২০১৫, ০৮:২৮:১৪ রাত
শান্তিময় সুস্থ সমাজ বিনির্মাণে ও মানবতার উৎকর্ষ সাধনে মনুষ্যত্বের মহত্তম গুণ মায়ামমতার বন্ধন গড়ে তুলতে প্রয়োজন প্রকৃত জ্ঞানার্জন। অকৃত্রিম মায়ামমতা ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায়, হুমকি ধামকি শাসন কিংবা অস্ত্রের ভাষায় তা অর্জন করা যায় না। পারস্পারিক সহমর্মিতা শ্রদ্ধাবোধের অভাবে বিদ্যমান সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত আজ প্রতিধ্বনিত হচ্ছে মানবতার নামে শয়তানী মদদপুষ্ট কূটকৌশলী নিকৃষ্টতম উন্মাদনা। অনাচার, মিথ্যাচার, অশ্লীলতা, কুশ্রীতা ও বিশ্বময় অসহিষ্ণু ক্ষমতা দখলের প্রতিযোগীতা কেড়ে নিচ্ছে মানুষের নুন্যতম সুখ শান্তি ও বেঁচে থাকার অধিকার। মাতমের আহাজারি আজ চারিদিকে, বিনাপরাধে বিনাবিচারে ক্রসফায়ারে আর কত প্রিয়জনের লাশ? অসহায় নিরস্ত্র মানুষ আজ কারণে অকারনে হত্যা, জেল, জুলুম, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও সংঘাতপূর্ণ পেষণের স্বীকার। পাশবিক প্রবৃত্তির বেড়াজালে বন্দী অন্ধ মানুষ আজ ভোগবিলাসিতা, ক্ষমতা ও আধিপত্য বিস্তারে উন্মত্ত হয়ে উঠেছে নরপিশাচরূপে।
প্রতিমুহূর্তে বিশ্বব্যাপী মিডিয়াগুলোতে নিয়মিত বিষয়ভিত্তিক লিখা ও আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করলে একটি বিষয় পরিষ্কারভাবে প্রতিভাত হয়ে উঠে তা হলো- মুসলিম ভার্সেস মুসলিম, মুসলিম ভার্সেস নওমুসলিম, তর্কযুদ্ধ, ইতিহাস, রাজনীতি, ধর্মনীতি, বিনোদন, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রতিযোগিতামূলক লিখা, শিক্ষামূলক কবিতা, গল্প সমসাময়িক প্রেক্ষাপট ইত্যাদি যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবকল্যাণ। এতোদসত্ত্বেও এসব কর্মকাণ্ড মানুষের যৎসামান্য কল্যাণ বয়ে আনতে পারছে না উপরন্তু সার্বিক জীবনামানের চরম অবনতি হচ্ছে। কুৎসিত কপট রাজনৈতিক চর্চা, মুসলমানদের মধ্যে অনৈক্য, পারস্পারিক কাদা ছোঁড়াছুঁড়ি, সংকীর্ণতা, ধর্মীয় আদর্শ ও অনুভূতির অপব্যখ্যা, ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা আর শিক্ষার নামে কুশিক্ষাই মূলত এজন্য দায়ী। এর ফলশ্রুতিতে জঞ্জালপূর্ণ মানবজাতি মিথ্যাচার, মদ, জুয়া, ধর্ষণ, নগ্নতা ও অশ্লীলতার নানামুখী পাপাচারে নিমজ্জিত হয়ে এরই মধ্যে খোঁজে ফিরছে আনন্দ বিনোদনের উপভোগ্য উপকরণ।
এমতাবস্থায় অসহিষ্ণু অস্থির এ বিশ্বধরণীকে জঞ্জালমুক্ত করে বাসযোগ্য হিসাবে গড়ে তুলতে, মনুষ্যত্বের উৎকর্ষ সাধনে, সঠিক পথের নির্ভুল সন্ধানে ও ফলপ্রসূ দিকনির্দেশনা অনুশীলনে আল্লাহ্পাক প্রদত্ত কোরআন মজীদ এবং প্রিয় নবী (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণ ব্যতিরেকে আর কোনই বিকল্প পথ আমাদের সম্মুখে উন্মুক্ত নেই। মহানবী (সাঃ) বলেছেন, যে মানুষের চিন্তা ভাবনা, কর্ম ও অন্তর অসৎ, সে প্রকৃতঅর্থে অসৎ। মানুষের আত্মিক স্বচ্ছতা, সততা ও পরিশুদ্ধতার প্রকৃত মানদণ্ড বা দর্পণ হলো তার সর্বতোমুখী সৎকর্মের মহত্তম প্রেরণার বাস্তবমুখী কর্মানুশীলন। বিদ্যমান শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে তাই মুক্তির একমাত্র উপায় ধর্মীয় শিক্ষা ও আদর্শের আলোকে জ্ঞানার্জন করা। বিশ্বমানবতার সামগ্রিক কল্যানে মমতামাখা অন্তরদৃষ্টি দিয়ে অনুভব করে ফিরে যাওয়া সেই চৌদ্দশত পূর্বের শেকড়ের সন্ধানে। যেখানে রয়েছে বিশ্বাস, সততা, মহত্ব, ন্যায়বিচার ও ন্যায়বোধের আদর্শিক চেতনা ও শিক্ষা। যেখানে রয়েছে পাহাড়সম সব সমস্যার সৌন্দর্যময় গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সমাধান। যার মধ্যে নিহিত আছে বিশ্বের সুখ-শান্তি, উন্নতি-সমৃদ্ধি, ইনসাফ ও নিরাপত্তা।
বিষয়: বিবিধ
১৬৬৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন আপনার অনবদ্য সৎ ও ন্যায়নিষ্ঠ কর্মময় জীবনকে আরও বর্ধিত ও প্রশস্থ করুণ এবং সর্বাবস্থায় আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
আমরা তো এখন শুধু দুনিয়ার আরামের মুখাপেক্ষি!
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
অনেক অনেক
মহান রাব্বুল আলামীন তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
সঠিক পথের নির্ভুল সন্ধানে ও ফলপ্রসূ দিকনির্দেশনা অনুশীলনে আল্লাহ্পাক প্রদত্ত কোরআন মজীদ এবং প্রিয় নবী (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণ ব্যতিরেকে আর কোনই বিকল্প পথ আমাদের সম্মুখে উন্মুক্ত নেই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ শাহীন ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
দোয়া করার জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
ইসলাম উপর গভীর পড়াশুনা রয়েছে। মহান
আল্লাহ যেন,আপনার হাতকে গতিশীল করেন।
আমিন।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
আপনার দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
মন্তব্য করতে লগইন করুন