# দিনকাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৫, ০৫:৫২:২৯ বিকাল

গ্যাস আছে চাপ নাই
গিন্নীর মেজাজ চরম
দফায় বাড়ে বিল আবার
বললে কথা খড়ম।
সরকার আছে বৈধতা নাই
দেখায় আবার গরম
অধিকারের কথা বলে
মারছে গুলি টরম..।
ভয় আছে নিরাপত্তা নাই
করা যাবেনা মাতম
বললে কথা ক্রস ফায়ারে
হয়ে যাবে খতম।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মিডিয়া আছে স্বাধীনতা নাই
মন্ত্রীদের কথাই চরম
সাংবাদিক আছে, সংবাদ নাই
টপ টু বটম
গ্য্যস ছাড়া রান্না নাই তাই প্রতিদিন বিভিন্ন ওয়াজ মাগফিল এ যাই।
এতদিন কোথায় ছিলাম বনলতা সেন রে কমু
শত্রু নাই যাহার পাছে৷
বলব দাবী তাহার সনে,
অন্ধকারে আপন মনে৷
উপায় বলে দেবেন তিনি,
সবার খবর রাখেন যিনি৷
আমরাতো ভাই ভ্রান্ত পথিক
তিনি কি শুনবেন আর
সুখে থাকলে যাই ভুলে
পড়লে দুঃখে ডাকি আবার
মন্তব্য করতে লগইন করুন