# দিনকাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৫, ০৫:৫২:২৯ বিকাল



গ্যাস আছে চাপ নাই

গিন্নীর মেজাজ চরম

দফায় বাড়ে বিল আবার

বললে কথা খড়ম।

সরকার আছে বৈধতা নাই

দেখায় আবার গরম

অধিকারের কথা বলে

মারছে গুলি টরম..।


ভয় আছে নিরাপত্তা নাই

করা যাবেনা মাতম

বললে কথা ক্রস ফায়ারে

হয়ে যাবে খতম।

বিষয়: বিবিধ

৮২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300678
১৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া।
১৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
243281
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্য্বাদ রইল
300679
১৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
মোতাহারুল ইসলাম লিখেছেন :

মিডিয়া আছে স্বাধীনতা নাই
মন্ত্রীদের কথাই চরম
সাংবাদিক আছে, সংবাদ নাই
টপ টু বটম
১৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
243280
বাকপ্রবাস লিখেছেন : ফাটাফাটিApplause Applause
300687
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এখন চলছেই এরকম
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৯
243322
বাকপ্রবাস লিখেছেন : রুখতে হবে এখনই
300691
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিন কোথায় ছিলেন???

গ্য্যস ছাড়া রান্না নাই তাই প্রতিদিন বিভিন্ন ওয়াজ মাগফিল এ যাই।
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:০২
243323
বাকপ্রবাস লিখেছেন : বাসায় ফিরলে ভাবি আবার ওয়াজ মাহফিল শুরু করেনা!!!

এতদিন কোথায় ছিলাম বনলতা সেন রে কমু
300697
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:০০
শেখের পোলা লিখেছেন : আসুন যাই তাহার কাছে,
শত্রু নাই যাহার পাছে৷
বলব দাবী তাহার সনে,
অন্ধকারে আপন মনে৷
উপায় বলে দেবেন তিনি,
সবার খবর রাখেন যিনি৷
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:০৩
243324
বাকপ্রবাস লিখেছেন :
আমরাতো ভাই ভ্রান্ত পথিক
তিনি কি শুনবেন আর
সুখে থাকলে যাই ভুলে
পড়লে দুঃখে ডাকি আবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File