পীরদের জিকির এবং আল্লাহর শিখানো জিকির ********************************************************
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৮ জানুয়ারি, ২০১৫, ০৫:৪৩:০৯ বিকাল
আমাদের দেশে প্রত্যেক তরীকার পীর সাহেবরা তাদের মুরিদদেরকে বিভিন্ন ধরনের জিকির শিখিয়ে থাকেন। উদ্দেশ্য হলো- জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন কর, ক্বলব পরিশুদ্ধ করা…। কিন্তু আফসুসের বিষয় হলো- তাদের শেখানো জিকির একান্তই তাদের মনগড়া। আল্লাহর জিকির কিভাবে করতে হবে তা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেনঃ "আর তোমার প্রভুর জিকির করো নিজের অন্তরে (আপন মনে), বিনয়ের সাথে, ভীত-সন্ত্রস্ত অবস্থায়, অনুচ্চস্বরে, সকালে ও সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না।" (সূরাহ আল-আ'রাফ, আয়াতঃ ২০৫) উক্ত আয়াতে জিকিরের জন্য ৪টি শর্ত দেয়া হয়েছে-
১। নিজের অন্তরেঃ অর্থাৎ- জিকির হতে হবে মনে মনে।
২। সবিনয়েঃ অর্থাৎ- জিকির করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে।
৩। সভয়েঃ অর্থাৎ- জিকির করার সময় অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে।
৪। অনুচ্চস্বরেঃ অর্থাৎ- জিকির উচ্চস্বরে আওয়াজ দিয়ে করা যাবে না।
আল্লাহর রাসূলের হাদিস থেকেও এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়। আবূ মূসা আল-আশ’আরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহর রসূল (সা)-এর সঙ্গে ছিলাম। আমরা যখন কোন উপত্যকায় আরোহণ করতাম, তখন লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলতাম। আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত। নবী (সা) আমাদেরকে বললেন, হে লোক সকল! তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না। বরং তিনি তো তোমাদের সঙ্গেই আছেন, তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী। (বুখারীঃ হাদিস নং-২৯৯২, ৬৬১০)
উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমাদের পীর-মাশায়েখদের শিখানো প্রচলিত জিকিরকে একটু তুলনা করলেই বুঝতে পারবেন- তাদের জিকির আল্লাহ নির্দেশিত পথে হচ্ছে নাকি পীর সাহেবদের মনগড়া পদ্ধতিতে হচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে নাকি পীর-বাবাকে খুশী করার জন্য হচ্ছে।
আল্লাহ আমাদের সকলকে তাঁর দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমীন।
বিষয়: সাহিত্য
২২৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
মন্তব্য করতে লগইন করুন