ডি জুস টু বাংলা লিংক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ নভেম্বর, ২০১৪, ০১:৪১:৫২ দুপুর



ডি জুস দিয়ে শুরু। যুব সমাজকে টার্গেট করে মোবাইল সিম এর রমরমা ব্যাবসাটা সেইযে শুরু হলো প্রতিযোগীতায় তাল দিয়ে অন্য অপরেটররাও শুরু করে দিল। তার ধারাবাহিকতা কেমন বলতে পারবনা তবে বাঙলা লিঙককে বরাবরই এগেসিভ বলে মনে হয়। ধার ধারছেনা ন্যুনতম নৈতিকতার। কল ড্রপ এর উদাহরণ দিতে গিয়ে এমন যুবক যুবতিকে ব্যাবহার করছে যারা মাত্র কিশোর থেকে যুবক হতে চলেছে আর কিশোরী বলছে এখন তো কথা বলবানা কারন ব্লা ব্লা ব্লা। তার মানে কি দাঁড়াল এসব কি মা বাবা ভাই বোন মিলে দেখার মতো বা মেনে নেবার মতো বিষয় হয়ে গেল? আমার ছোট বোনটার কি প্রেম ফরয হয়ে গেল? সে তার বয় ফ্রেন্ডকে এমন করে শাসাবে আর বয় ফ্রেন্ড আমতা আমতা করবে আর তিন চারটা প্রেম করবে এটাইতো বুঝানো হচ্ছে নাকি? আর বাঙলা লিঙক থাকলে তাদের কথাটা থাকবে নিরবিচ্ছিন্ন সেটাইতো বুঝলাম। অন্য একটা বিজ্ঞাপনে সেইম সাবজেক্ট যুবক যুবতির প্রেমলীলা, সিম ইউজ করলে ফেইসবুক হোয়াটসআপ, লিবন ইত্যাদিতে অসঙখ্য বন্ধু পেয়ে যাবে ইত্যাদি।

আমাদের সীম কোম্পানীগুলোর ব্যাবসা হয়ে যাচ্ছে যুব সমাজকে মাথা বিগড়িয়ে শর্টকার্ট কামানো, তারা প্ররোচনা করছে অনেকগুলো সীম ব্যাবহার করার আর তার সাথে তাল মিলেয়ে বাজারে আসছে ডাবল সীম সেট ইত্যাদি।

দু:খের বিষয় রাষ্ট্র এসব নিয়ে বিন্দু মাত্র ভাবছেনা, যেখানে নৈতিক বিষয়গুলো ধ্বংস করা হবে আর বিলাল্লপনাকে উৎসাহ দেয়া হবে সেখানে সমাজ, রাষ্ট্র উত্তপ্ত হবে আর বাড়বে সামাজিক অপরাধ, যার ফলে টিকবেনা সংসার, বাড়বে লিভটুগেদার, খুন হত্যার মতো ভয়াবহ অস্থিরতা।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280799
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৫
প্রবাসী আশরাফ লিখেছেন : হুম...ভবিষ্যত পরিনতি খুবই ভয়াবহ...
280803
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
মোস্তফা সোহলে লিখেছেন : রাষ্টের কি আর এসব নিয়ে ভাবার সময় আছে
280816
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
নিরবে লিখেছেন : বড়ই চিন্তার কথা।
280818
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাকা যেখানে একমাত্র উদ্দেশ্য নৈতিকতা নিয়ে কে মাথা ঘামায়!!!
280821
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
280848
০৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৭
মামুন লিখেছেন : গুরু লিখাটি পড়লাম। তবে এর থেকে পরিত্রানের উপায় কি? Rose
280862
০৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই সমাজটাকে কে রক্ষা করবে? সমাজটাতো দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। তুমি রহম করো হে দয়াময়।
281161
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
হতভাগা লিখেছেন : মোবাইল হল গুরুত্বপূর্ণ কথা বলার জন্য । যেটা ১-২ মিনিটের বেশী হয় না ।

যখন কোন জিনিসের ব্যবহার সঠিকভাবে হয় না তখন তার মিস ইউজ হয় ।

বর্তমান প্রজন্মের তরুন তরুনীরা কোটি কোটি নষ্ট করছে এসব আজাইরা গালগল্প করে । আর এসব কথার বেশীর ভাগই হয় যখন ঘুমানোর সময় তখন ।

খুব ভাল একটা ফলাফল বয়ে আনবে এসব মোবাইল কোম্পানী কর্তৃক উদ্ভুত কালচার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File