এক মাঝী ও ভদ্র লোকের কাহীনী।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০৩ নভেম্বর, ২০১৪, ০১:৪২:০৪ দুপুর

একদিন এক ভদ্রলোক

নৌকা দিয়ে কোথাও

যাচ্ছিলেন।

তখন তিনি নৌকার

মাঝিকে জিজ্ঞেস

করলেন,

তোমার

বাবা কীভাবে মারা গেছেন?

মাঝি উত্তর দিলো.

পানিতে ডুবে!

তারপর ভদ্রলোক

আবার

জিজ্ঞেস করলেন,

তোমার দাদা?

উত্তর-পানিতে ডুবে!

এবার ভদ্রলোক ওই

মাঝিকে বললেন,

তাহলে তুমি নৌকা চালাচ্ছ

কেনো?

তুমিওতো পানিতে ডুবে মারা যাবে?

এবার মাঝিই

ভদ্রলোককে জিজ্ঞেস

করলো,

আপনার

বাবা কীভাবে মারা গেছেন?

ভদ্রলোক জবাব

দিলো, ঘরে!

তারপর মাঝি আবার

জিজ্ঞেস

করলো, আপনার দাদা?

উত্তর-

ঘরে!

এবার মাঝি বললো,

তাহলে আপনি ঘরে কেনো?

ঘর

ছেড়ে দেন।

নতুবা আপনিও

ঘরে মারা যাবেন!

ঠিক এইভাবে জীবন

চলার

পথে এমন

হাজারো বাঁধার

সম্মুখিন

হতে হবে,

তাই বলে মনোবল

হারানো চলবে না

জীবন চলুক তার

গতিতে,আমি চলব

আমার গতিতে।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280802
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
280834
০৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জীবন চলুক তার গতিতে,আমি চলব আমার গতিতে।

কথা কিন্তু সত্য । খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
280847
০৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
280898
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:০১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
280915
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৪
নোমান২৯ লিখেছেন : ভালো লাগলো| অনেক ধন্যবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File