মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৯:১৯ রাত

বারাবরে,

মাননীয় প্রধানমন্ত্রী,

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার।

বিনিতঃ

কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখলাম পার্বত্যঞ্চলে বিদেশী পর্যটকদের নিরাপত্তার কথা বলে বিশেষ আইন করছে।এই আইনকে পার্বত্যবাসীরা সানন্দে গ্রহণ করেছিল।এখন শুনছি তা থেকে সরে আসছেন।কয়েকটা সন্ত্রাসী সংগঠন ও তাদের সহায়তাকারী এনজিও গুলোর অসম্মতির কারণে নিজের ঘোষনা ফিরিয়ে নিচ্ছেন? নিরিহ পার্বত্যবাসীদের কি মানুষ ভাবছেন মাননীয় প্রধানমন্ত্রী? নাকি গৃহপালিত পশু ভাবছেন? আপনি হয়তো জানেননা গৃহের পশুদের জন্য তার মালিক রোদ্রে পুরে,বৃষ্টিতে ভিজে কাঁচা ঘাস সংগ্রহ করে।আপনিতো পার্বত্যবাসীদের পশুও মনে করেননা।পার্বত্যবাঙ্গালীর কথা না ভেবে শান্তিচুক্তি করলেন। দালাল এনজিওগুলোকে রাখাল রাখলেন তারাকি ঠিকমত গরুগুলোকে খেতে দিচ্ছে কিনা খবর রাখেন? যা একটা পদক্ষেপ নিলেন তা আবার বাতিল করতে যাচ্ছেন। সেনাক্যাম্প গুলোকে তুলে নিচ্ছেন। সন্ত্রাসীদের পুরষ্কৃত করলেন। রাখলেননা শুধু বঙ্গবন্ধুর বাঙ্গালীদের খবর। আরে বাঙ্গালীদের প্রতি যদি এতই বিরুপ প্রতিক্রিয়া দেখাবেন তবে বঙ্গবন্ধুর বঙ্গটা কেন রাখলেন? সেটাওতো ছাটাই করতে পারেন। যেখানে বাঙ্গালীরা নির্বিচারে মরছে সেখানে বঙ্গবন্ধুকে গনার সময় কই?

ইতি

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304250
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৬
লজিকাল ভাইছা লিখেছেন : হা হা ভাই, শুধু কাগজ আর কালি নস্ট করলেন।
304312
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৪
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : লজিকেল ভাইছা কি কন আন্নে বুঝির না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File