দু-পাঁচটা ছারপোকা টিপে মারলে কিছুই হবে না: ডিআইজি মনির
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৭:০৯ রাত
খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যাকারীদের কিভাবে শায়েস্তা করতে হয়, তা আমাদের জানা আছে।
ডিআইজি মনির আরো বলেন, ‘যে সকল কুলাঙ্গারের বাচ্চা রাতের আঁধারে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে, আমরা তাদেরও একইভাবে পুড়িয়ে মারব। দু-পাঁচটা ছারপোকাকে টিপে মেরে ফেললে পুলিশের কোনো ক্ষতিই হবে না।’ (১২ ফেব্রুয়ারি,২০১৫)
ডিআইজি বলেন, ‘নির্বাচন না হলে বাংলাদেশ পাকিস্তান অথবা তালেবানী রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর কন্যা যখন তার সুখ-দুঃখ, আনন্দ ভুলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছেন, তখন আল বদর, রাজাকার ও জঙ্গিরা এ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তা হতে দিতে পারি না।’
খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যাকারীদের কিভাবে শায়েস্তা করতে হয়, তা আমাদের জানা আছে।
ডিআইজি মনির আরো বলেন, ‘যে সকল কুলাঙ্গারের বাচ্চা রাতের আঁধারে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে, আমরা তাদেরও একইভাবে পুড়িয়ে মারব। দু-পাঁচটা ছারপোকাকে টিপে মেরে ফেললে পুলিশের কোনো ক্ষতিই হবে না।’
ডিআইজি বলেন, ‘নির্বাচন না হলে বাংলাদেশ পাকিস্তান অথবা তালেবানী রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর কন্যা যখন তার সুখ-দুঃখ, আনন্দ ভুলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছেন, তখন আল বদর, রাজাকার ও জঙ্গিরা এ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তা হতে দিতে পারি না।’
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
অতি সুন্দর সাহসি কথা। এতে আপনার আঁতে লাগল কেন? আপনি কি চান পেট্রল বোমাবাজরা রেহাই পেয়ে যাক???
এদের কে আমরা পুলিশ বলি কেন ? পা চাটা কুত্তা নাম দেওয়া উচিত । পুলিশ নামের কলংক এরা !
মন্তব্য করতে লগইন করুন