# কলকাতা হারবাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ অক্টোবর, ২০১৪, ০৩:৩৮:৩৭ দুপুর
অচেতনে চেতন আনে
যতনে লাগাও মাল
কলকাতা হারবাল।
মরা গাঙ্গে জোয়ার আনে
ক্ষরার মাঠে জোয়াল
কলকাতা হারবাল।
মন যৌবনে ফূর্তি আনে
মিষ্টি লাগে ঝাল
কলকাতা হারবাল।
বিষয়: বিবিধ
২৪৯১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ মন্ত্রী একজন কুখ্যাত খুনী। কুমিল্লার চৌদ্দগ্রামের অনেক হত্যাকান্ডের সাথে তার প্রত্যক্ষ ও পরোক্ষ হাত আছে। এমনকি প্রচুর শিরক কুফরীর সাথে সে জড়িত। ১৪ গ্রামে লতিফ শিকদার নামে একটি মাজার আছে। সেখানে গিয়ে সে মৃতপীরকে সেজদা করত এবং মাজারে রক্ষিত মেয়েমানুষের সাথে ব্যভিচার করত। এ বদমাঈশকে আপনি ঈমানদার বললেন?
মন্তব্য করতে লগইন করুন