গোলাম আযম ভালো মানুষ ছিলেন । আরটিভির টকশোতে বলেছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ অক্টোবর, ২০১৪, ০২:৩৪:৪২ দুপুর



বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমের জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, তিনি একজন ভালো মানুষ ছিলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন টকশোতেও এ কথা আমি শুনেছি। এটি আমার কথা নয়।

অনেকেই প্রশ্ন তুলেছেন, এ লোকগুলো কি সবাই রাজাকার ছিল? সবাই কি যুদ্ধাপরাধী ছিল? লাখ লাখ লোক হেঁটে বায়তুল মোকাররমে কেন একত্রিত হলো? গত বুধবার রাতে আরটিভির একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, সবাই অধ্যাপক গোলাম আযমকে যুদ্ধাপরাধী বলেন। কিন্তু বিচার হলো মানবতাবিরোধী অপরাধের। যুদ্ধাপরাধী শব্দটিও এখানে নেই।

১৬টি পয়েন্টের ওপর তার বিচার হয়েছে মানবতাবিরোধীর। ফারুক বলেন, আজ আমিও স্মরণ করিয়ে দিতে চাই যে, সরকার মইন-ফখরুদ্দীন আমল থেকে এ পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে, ইলিয়াস আলীর কন্যা চোখের পানি ফেলছে, চৌধুরী আলমের ছেলেমেয়েরা চোখের পানি ফেলছে, বিডিআর বিদ্রোহসহ এ সরকারের আমলে যেভাবে প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, সব কিছুতেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

স্বাধীনতার ৪৩ বছর পর যদি মানবতাবিরোধীর বিচার হতে পারে, এ সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের বিচারও একদিন হবে।

আমরা কি জয়নুল আবদিন ফারুকের এই কথাকে বিশ্বাস করতে পারি? কারন বিএনপির ভিতর শিষ্যনেতৃবৃন্দের বেশিরভাগ লোক আওয়ামী বিএনপির লোক। প্রয়োজন হলে এরা অতিতের সবকথাকে অস্বীকার করতে পারে যেমন তারা অধ্যাপক গোলাম আযমের মৃত্য নিয়ে কোন মন্তব্য করেনি ।

বিষয়: রাজনীতি

১১৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279983
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো ছিলো বুঝলাম তাহলে আপনারা কেনো তার মৃত্যুতে একটা শোক জানালেন না? নাকি গা বাঁচিয়ে চলতে চান?
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
223645
ইঁচড়ে পাকা লিখেছেন : একমত...
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৭
223651
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই তাদের ভিতর যে বাম ভুত লুকায়িত আছে তারই প্রমান হলো এটা
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৭
223652
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই তাদের ভিতর যে বাম ভুত লুকায়িত আছে তারই প্রমান হলো এটা
279987
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৮
223653
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
280011
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
ইঁচড়ে পাকা লিখেছেন : অনেক পথ বাকি লিখেছেন : ভালো ছিলো বুঝলাম তাহলে আপনারা কেনো তার মৃত্যুতে একটা শোক জানালেন না? নাকি গা বাঁচিয়ে চলতে চান?
৩১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
223742
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File