আমাদের ব্লগিং বুজুর্গ
লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ৩১ অক্টোবর, ২০১৪, ০১:৩৯:০৮ দুপুর
ইদানিং একটু হাসি রহস্য হলেই , আমাদের ব্লগের ভাইয়েরা নানা ফতুয়া, নিজের তৈরি দলিল নিয়ে হাজির হয়ে যান। হজরত ব্লগার সাহেব আপনার ঘর ঠিক আছে কিনা আগে দেখেন, ঘরে সবাই পর্দামত আছে কিনা? ফজরের নামাজ জামাতে পড়েছে কিনা? সবাই কুরআন সহিহ মত পড়তে পারেকিনা?নাকি আপনার ঘরে সবাই একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখেন। আর ব্লগে এসে বুজুর্গি ছাড়েন। মন্ত্রীকে তারানা হালিম হলুদ মেখে দিচ্ছে। ফতোয়া দানকারীরা এ বিষয়ে ফতোয়া কেন দিচ্ছেন না? অবশ্যই বিয়ে পবিত্র জিনিস, ৬৬ বছর পাড়ি দিয়ে ৬৭ তে এসে মন্ত্রী বোধোদয় হয়েছে এজন্য অভিনন্দন, এই পবিত্র অনুষ্ঠানে তিনি সং সাজবেন কেন? নারী পুরুষের বেলেল্লাপনার বিষয়ে আপনাদের মতামতটি ও যোগ করে দিলে বোধহয় আলোচনাটি ভারসাম্যপূর্ণ হয়।
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখনীতে যুক্তি আছে আপনার! কিন্তু কথা হল:অন্যরা অধম হলেও আপনি-আমরা উত্তম হতে অসুবিধা কী বেশী??
যাদের বিরুদ্ধে কলম ধরেছেন তাদের উদ্দেশ্যই মহৎ মনে হয়।
আমার মত পাঠক/মন্তব্যকারী রা আপনাদের থেকে দায়িত্বপুর্ণ লেখনী প্রত্যাশা করি। আপনাদের লেখনী পড়েই কিছু জানছি আমরা।
অনেক ধন্যবাদ আপনাকে।
১। প্রথমেই শুরু করেছিলেন যারা ইসলাম নিয়ে দুকলম লিখছে তাদের উপর আক্রোশ নিয়ে। কিন্তু আবার আপনার ক্ষেদ পড়লো মন্ত্রী মহাশয়ের উপর।
২। আবার চলে গেলেন সেই ব্লগার ভাইদের উপর রাগ দেখাতে, যে , কেন তারা তারানা হালিম কে নিয়ে কিছু বলছেনা?
ভাই, যারা টুকটাক ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করছে, আমরা পারলে তাদেরকে সহায়তা করি, কেন তিরস্কার করছি ভাই।
আর এরকম নাম ধরে কোন দায়ী কখনও দাওয়াতি কাজ করেন? সামগ্রীকভাবেই বলা হয়। যারা হেদায়াত আল্লাহর পক্ষ থেকে পান তাদের সৌভাগ্য। অবশ্য নিজের চেষ্টাটাও প্রয়োজন বৈকি।
আমার ছোট্ট এই লেখাটি পড়ার আমন্ত্রন রইলো--
মুসলিম মোরা পরস্পর ভাই ভাই-চর্বিত চর্বণে কেন সম্প্রীতি হারাই
আমরা 'বিবাহ' নামের পবিত্র ইনস্টিটিউশনের পক্ষে। তবে বেলেল্লাপনা, বেহায়াপনা ও কারো সং সাজার বিপক্ষে। প্রিয় বন্ধুগন,আশা করি আমার দৃষ্টিভংগি পরিস্কার করতে পেরেছি, সবাইকে আমারো ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন