আমাদের ব্লগিং বুজুর্গ

লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ৩১ অক্টোবর, ২০১৪, ০১:৩৯:০৮ দুপুর

ইদানিং একটু হাসি রহস্য হলেই , আমাদের ব্লগের ভাইয়েরা নানা ফতুয়া, নিজের তৈরি দলিল নিয়ে হাজির হয়ে যান। হজরত ব্লগার সাহেব আপনার ঘর ঠিক আছে কিনা আগে দেখেন, ঘরে সবাই পর্দামত আছে কিনা? ফজরের নামাজ জামাতে পড়েছে কিনা? সবাই কুরআন সহিহ মত পড়তে পারেকিনা?নাকি আপনার ঘরে সবাই একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখেন। আর ব্লগে এসে বুজুর্গি ছাড়েন। মন্ত্রীকে তারানা হালিম হলুদ মেখে দিচ্ছে। ফতোয়া দানকারীরা এ বিষয়ে ফতোয়া কেন দিচ্ছেন না? অবশ্যই বিয়ে পবিত্র জিনিস, ৬৬ বছর পাড়ি দিয়ে ৬৭ তে এসে মন্ত্রী বোধোদয় হয়েছে এজন্য অভিনন্দন, এই পবিত্র অনুষ্ঠানে তিনি সং সাজবেন কেন? নারী পুরুষের বেলেল্লাপনার বিষয়ে আপনাদের মতামতটি ও যোগ করে দিলে বোধহয় আলোচনাটি ভারসাম্যপূর্ণ হয়।

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279971
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৯
কাহাফ লিখেছেন :
লেখনীতে যুক্তি আছে আপনার! কিন্তু কথা হল:অন্যরা অধম হলেও আপনি-আমরা উত্তম হতে অসুবিধা কী বেশী??
যাদের বিরুদ্ধে কলম ধরেছেন তাদের উদ্দেশ্যই মহৎ মনে হয়।
আমার মত পাঠক/মন্তব্যকারী রা আপনাদের থেকে দায়িত্বপুর্ণ লেখনী প্রত্যাশা করি। আপনাদের লেখনী পড়েই কিছু জানছি আমরা।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
223648
ইঁচড়ে পাকা লিখেছেন : একমত।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০১
223683
নিরবে লিখেছেন : একমত
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১২
223725
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ "৯নং কমেন্ট পড়ুন উত্তর পাবেন"
279979
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৫
আফরা লিখেছেন : ৬৬ বছর পাড়ি দিয়ে ৬৭ তে না সাথে আর দুই বছর যোগ করে বলবেন । আমি শুনছি বাংলাদেশে সার্টিপিকেটে বয়স কম পক্ষে দুই বছর কমানো থাকে । এখন মনে থাকে না জানি না ।
279988
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৯
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
279991
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
এস এম আবু নাছের লিখেছেন : কিছু লিখতে চেয়েছিলাম। তবে পরক্ষণেই আপনার এই সংক্ষিপ্ত লেখাটির বাধনছাড়া পরিব্যপ্তির কথা ভেবে চুপ হয়ে গেলাম। সত্যি বলতে কী বুঝাতে চেয়েছেন তা মোটেও আমার মত দূর্বল ধীশক্তির পাঠকের কাছে ক্লিয়ার হলনা। মানে বুঝতে পারলাম না আর কী? কী মেসেজ আছে? কী মেসেজ দিতে চাইছেন? যদি একটু ক্লিয়ার করতে।।

১। প্রথমেই শুরু করেছিলেন যারা ইসলাম নিয়ে দুকলম লিখছে তাদের উপর আক্রোশ নিয়ে। কিন্তু আবার আপনার ক্ষেদ পড়লো মন্ত্রী মহাশয়ের উপর।

২। আবার চলে গেলেন সেই ব্লগার ভাইদের উপর রাগ দেখাতে, যে , কেন তারা তারানা হালিম কে নিয়ে কিছু বলছেনা?

ভাই, যারা টুকটাক ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করছে, আমরা পারলে তাদেরকে সহায়তা করি, কেন তিরস্কার করছি ভাই।

আর এরকম নাম ধরে কোন দায়ী কখনও দাওয়াতি কাজ করেন? সামগ্রীকভাবেই বলা হয়। যারা হেদায়াত আল্লাহর পক্ষ থেকে পান তাদের সৌভাগ্য। অবশ্য নিজের চেষ্টাটাও প্রয়োজন বৈকি।

আমার ছোট্ট এই লেখাটি পড়ার আমন্ত্রন রইলো--
মুসলিম মোরা পরস্পর ভাই ভাই-চর্বিত চর্বণে কেন সম্প্রীতি হারাই
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
223727
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ "৯নং কমেন্ট পড়ুন উত্তর পাবেন"
280008
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
280013
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
ইঁচড়ে পাকা লিখেছেন : লেখাটি পড়লাম। ধন্যবাদ।
280039
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৬
চিরবিদ্রোহী লিখেছেন : একজন সচেতন ও দায়িত্বশীল ব্লগারের কাছে এরূপ মন্তব্য অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। আল্লাহ আমাদের যৌক্তিক ও গঠন মূলক সমালোচনা করার তাওফিক দান করুন। আমিন।
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
223728
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ "৯নং কমেন্ট পড়ুন উত্তর পাবেন"
280043
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
অনেক পথ বাকি লিখেছেন : বুজুর্গানে দেখলাম তার পোষ্টে নানাবিধ কুরআনের ব্যাখ্যা দিচ্ছেন। এত বছর বয়সে বিয়ে মানুষজন একটু আধটু এরকম করবেই তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেলো?
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৮
223730
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ "৯নং কমেন্ট পড়ুন উত্তর পাবেন"
280069
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : যে সকল ব্লগার ভাই- বোনেরা মন্তব্য করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি বুঝাতে চেয়েছি, মন্ত্রী বিয়ে করেছেন, এটি ভাল। তবে বিয়ের অনুষ্ঠানের যে বেলেল্লাপনা ( ইসলামের দৃষ্টিতে ), আমরা তার ঘোর বিরোধী। কিছু ব্লগার হাস্যরসের মাধ্যমে এই বেলেল্লাপনার বিরোধিতা করেছেন, এই বিরোধিতা কারীদের অনেকে জামাত-শিবির ট্যাগ দিচ্ছেন, যেটি আমি মনে করি অনুচিত। পক্ষান্তরে কেউ কেউ পুরো বিষয়টিকে গুলিয়ে ফেলেছেন, যা বিয়ে নামক ইনিস্টিটিউশনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা উভয় প্রান্তিক অবস্থানের বিপক্ষে।
আমরা 'বিবাহ' নামের পবিত্র ইনস্টিটিউশনের পক্ষে। তবে বেলেল্লাপনা, বেহায়াপনা ও কারো সং সাজার বিপক্ষে। প্রিয় বন্ধুগন,আশা করি আমার দৃষ্টিভংগি পরিস্কার করতে পেরেছি, সবাইকে আমারো ধন্যবাদ। Rose Rose
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২০
223731
চিরবিদ্রোহী লিখেছেন : বেহায়াপনার বিপক্ষে আমরা সবাই। তবে বিয়েটাকে হিট না করে সেটাকে সরাসরি হিট করলে বোধ হয় এই ভুল বোঝাবুঝিটা হতো না।
৩১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪০
223738
এস এম আবু নাছের লিখেছেন : সহমত @চিরবিদ্রোহী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File