ভারাক্রান্ত মনের কিছু কথা
লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ০৫ নভেম্বর, ২০১৪, ১০:৫৯:৫৬ রাত
ভারাক্রান্ত মনটা, কোন, অজানা শক্তির টানে মনটা খারাপ, তাও কেন জানি বোধগম্য নয়। কে এই কামরুজ্জামান?আমিতো তাকে চিনিনা?তিনিতো আমার কোন আত্মার আত্মীয়ও নয়, নয় কোন দূর সম্পর্কের আত্মীয়।সত্যিই আমার অজানা। জীবনে কোন সময় তাকে সরাসরিও দেখিনাই। তবে হ্যাঁ ইসলামী আন্দোলনের চোট্ট একজন কর্মী হিসাবে শুধু তার কিছু রেকর্ড করা কথা শুনেছি, এবং .
একটা চিঠি পড়েছি। তাতেই আমার যতটুকু জানা হল, মনে হল সে যেন এক ইসলামী আন্দোলনের রোড ম্যাপ তৈরি কারক, যার ম্যাপের দূরত্ব ছিল শত বছর পর কি হবে এই রাস্তার? কি হতে পারে ইসলামী আন্দোলনের? ইসলামী আন্দোলন কেন? আমরা এখন কোথায়? কতটুকু শক্তি এখন আমাদের? এই শক্তি কোথায় নিয়ে পৌছাঁতেহবে? কেন আমরা এই অজানা শক্তির পেছনে দৌড়াচ্ছি? কি পাব সেখানে? এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে আর কত শক্তি লাগবে। আরো অনেক কিছু জেনেছি, তাঁর রেকর্ডকরা বক্তিতা ও চিঠি পড়ে। এটিই ছিল আমার ছাত্র জীবনের প্রথম চিঠি, যা ছিল কোন কেন্দ্রিয় নেতার হাতে লিখা। আর তাতেই খুঁজতে থাকি আমার এখন থেকে কি করণীয়।কি করা আবশ্যক।
কেন জানি আজ সেই চিঠির কথা বার বার মনে পড়ে , মনে পড়ে কত সুন্দর কথা তাতে লিখা ছিল। ভবগুরে ছাত্রদের জন্য কতসুন্দর সাফল্যের দিক নির্দেশনা। তাঁর বতক্তিতায় ছিল সাফল্যের স্বপ্ন। আর আজ সেই স্বপ্নদেখানু মানুষটির উপর কতইনা অমানুষিক নির্জাতন, যা ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য মাইল ফলক হয়ে থকবে। ইতিহাস কখনো ক্ষমা করবেনা এই জালিম সরকার কে।
তবে শেষ কথা হল এই আদর্শেরই বিজয় হবে ইনসাআল্লাহ...
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে শেষ কথা হল এই আদর্শেরই বিজয় হবেই হবে । ইনশা আল্লাহ !
আমরা সেই সে জাতি
মন্তব্য করতে লগইন করুন