সময় সম্পর্কে স্মরণীয় কিছু বিষয়ঃ-
লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ১১ অক্টোবর, ২০১৪, ০৯:০৮:৫১ রাত
১. সময় নেবেন চিন্তা করতে, এটি ক্ষমতার উৎস;
২. সময় নেবেন খেলতে, এটি অনন্ত যৌবনের আধার;
৩. সময় নেবেন পড়তে, এটি জ্ঞানের ভিত্তি;
৪. সময় নেবেন নামাজ আদায় করতে, এটি দুনিয়াতে সবচেয়ে বেশি বড় শক্তি;
৫. সময় নেবেন ভালবাসতে এবং ভালাবাসা প্রদান করতে, ঈমান ভালবাসা এবং ঘৃনা ভিন্ন অন্য কিছু নয়;
৬. সময় নেবেন বন্ধু বনে যেতে, এটি সুখের সোপান;
৭. সময় নেবেন হাসতে, এটি সর্বোত্তম লুব্রিক্যান্ট;
৮. সময় নেবেন দিতে বা দান করতে, স্বার্থপর হওয়ার জন্য জীবনটা খুবই ছোট;
৯. সময় নেবেন কাজ করতে, এটি সফলতার মূল্য (price); কিন্তু সময় ক্ষেপণের জন্য;
১০. কখনও সময় নেবেন না, তা নষ্ট করতে।
স্মরণ রাখবেন রাসূলে খোদা (সঃ)বলেছেনঃ
“যার দুটি দিন একই রকম যায় নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত” ! (সুনান আল দায়লামী)
সুব্যবহৃত সময়, (Time Well Spent) :
জীবনের একটা ভালো অংশ বন্ধুদের সাথে ব্যয় হয় । এ সময় আমরা কি ধরনের আলাপ-আলোচনায় লিপ্ত হই?
মহৎ মন ........ ধারনা বা চিন্তামূলক আলোচনা করে;
সাধারন মন .......... ঘটনাবলি আলোচনা করে;
ছোট মন .......... জনগণ অর্থাৎ পরচর্চা করে;
অতি ছোট মন........ নিজেদের নিয়ে আলোচনা করে ।
লেখক- ড.মু. সিরাজুল ইসলাম অধ্যাপক, ইংরেজি বিভাগ চ.বি.
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিলাচ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
তবে,
ছোট মন .......... জনগণ অর্থাৎ পরচর্চা করে;
এটা কি সম্পূর্ণ সঠিক?
অসাধারণ কিছু বানী সমগ্র উপস্হাপন করেছেন ভাই, অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ খাইরান।
ধন্যোবাদ
মন্তব্য করতে লগইন করুন