সময় সম্পর্কে স্মরণীয় কিছু বিষয়ঃ-

লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ১১ অক্টোবর, ২০১৪, ০৯:০৮:৫১ রাত

১. সময় নেবেন চিন্তা করতে, এটি ক্ষমতার উৎস;

২. সময় নেবেন খেলতে, এটি অনন্ত যৌবনের আধার;

৩. সময় নেবেন পড়তে, এটি জ্ঞানের ভিত্তি;

৪. সময় নেবেন নামাজ আদায় করতে, এটি দুনিয়াতে সবচেয়ে বেশি বড় শক্তি;

৫. সময় নেবেন ভালবাসতে এবং ভালাবাসা প্রদান করতে, ঈমান ভালবাসা এবং ঘৃনা ভিন্ন অন্য কিছু নয়;

৬. সময় নেবেন বন্ধু বনে যেতে, এটি সুখের সোপান;

৭. সময় নেবেন হাসতে, এটি সর্বোত্তম লুব্রিক্যান্ট;

৮. সময় নেবেন দিতে বা দান করতে, স্বার্থপর হওয়ার জন্য জীবনটা খুবই ছোট;

৯. সময় নেবেন কাজ করতে, এটি সফলতার মূল্য (price); কিন্তু সময় ক্ষেপণের জন্য;

১০. কখনও সময় নেবেন না, তা নষ্ট করতে।

স্মরণ রাখবেন রাসূলে খোদা (সঃ)বলেছেনঃ

“যার দুটি দিন একই রকম যায় নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত” ! (সুনান আল দায়লামী)

সুব্যবহৃত সময়, (Time Well Spent) :

জীবনের একটা ভালো অংশ বন্ধুদের সাথে ব্যয় হয় । এ সময় আমরা কি ধরনের আলাপ-আলোচনায় লিপ্ত হই?

মহৎ মন ........ ধারনা বা চিন্তামূলক আলোচনা করে;

সাধারন মন .......... ঘটনাবলি আলোচনা করে;

ছোট মন .......... জনগণ অর্থাৎ পরচর্চা করে;

অতি ছোট মন........ নিজেদের নিয়ে আলোচনা করে ।

লেখক- ড.মু. সিরাজুল ইসলাম অধ্যাপক, ইংরেজি বিভাগ চ.বি.

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273256
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশআল্লাহ !বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২১
217464
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : জাযাকাল্লাহুল খাইর ।। আপনাকেও ধন্যবাদ .।
273260
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:১৬
আফরা লিখেছেন : স্মরণীয় বানী স্বরনে রাখিলাম । ধন্যবাদ ।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
217467
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : সুধুই স্বরন ? মেনেও চলতে হবে! আপনাকেও ধন্যবাদ.।
273264
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
পিলাচ
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
217468
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : :-Good Luck
273268
১১ অক্টোবর ২০১৪ রাত ১১:১৩
ফেরারী মন লিখেছেন : ওয়াও চমৎকার। অনেক কিছু জানলাম ফয়েজ ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৫
217469
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : সুন্দর মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।।
273277
১২ অক্টোবর ২০১৪ রাত ১২:০৮
কাজী লোকমান হোসেন লিখেছেন : +++++++++++++++++++++ অসাধারণ , অসাধারণ , অসাধারণ , Rose Rose ধন্যবাদ Rose Rose
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৭
217470
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ .।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
273306
১২ অক্টোবর ২০১৪ রাত ০২:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..




আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৮
217471
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.।.। আল্লাহ আপনাকেও উত্তম জাযা দান করুক.।।।
273322
১২ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
তবে,
ছোট মন .......... জনগণ অর্থাৎ পরচর্চা করে;
এটা কি সম্পূর্ণ সঠিক? Day Dreaming
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩২
217472
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : সুতরাং আমরা মেনে চলার চেষ্টা করব , জাযাকাল্লাহুল খাইর.।। Rose Rose
273336
১২ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪৪
কাহাফ লিখেছেন :
অসাধারণ কিছু বানী সমগ্র উপস্হাপন করেছেন ভাই, অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ খাইরান। Rose
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
217473
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আপনাকেও সুন্দর মতামতের জন্য ধন্যবাদ.। Rose Rose
273551
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
জোনাকি লিখেছেন : শুভেচ্ছা Happy
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৭
218135
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ.।
১০
273712
১২ অক্টোবর ২০১৪ রাত ১১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম খারাপ লাগেনি।
ধন্যোবাদ
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৮
218136
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : পজেটিব দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...।
Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File