দারুল ইসলাম পাঠানকোটে, আল্লামা মওদূদী (রঃ) তিনটি কথা।
লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ২২ জুন, ২০১৪, ০৯:১০:১২ রাত
১৯৪৫ সালের ১৯ শে এপ্রিলে তৎকালীন আমীরে জামায়াত সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রঃ) সাধারন মানুষের নিকট ইসলামের দাওয়াতকে সহজ ও সুষ্পষ্ট ভাষায় পেশ করার তিনটি পদ্ধতি বলেন।
১। আমরা সাধারণত সকল মানুষকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব গ্রহন করার আহবান জানাই ।
২। ইসলাম গ্রহন করার কিংবা উহাকে মানিয়া লওয়ার কথা যাহারাই দাবী করেন, তাহাদের সকলের প্রতি আমাদের আহবান এই যে, আপনারা আপনাদের বাস্তব জীবন হইতে মুনাফিকী ও কর্ম-বৈষম্য দূর করুন এবং মুসলমান হওয়ার দাবী করিলে খাঁটি মুসল্মান হইতে ও ইসলামের পূর্ন আদর্শে আদর্শবান হইতে প্রস্তুত হউন।
৩। মানব-জীবনের যে ব্যবস্থা আজ বাতিলপন্থী ও ফাসিক কাফিরদের নেতৃত্বে এবং কর্তৃত্বে চলিতেছে আর খোদাদ্রোহীদের হাতে বর্তমান পৃথিবীর যে নেতৃত্ব সন্নিহিত রহিয়াছে, আমাদের দাওয়াত এই যে, এই নেতৃত্বের আমূল পরিবর্তন করিতে হইবে এবং নেতৃত্ব ও কর্তৃত্ব আদর্শ ও বাস্তব উভয় ক্ষেত্রেই আল্লাহর নেক বান্দাহদের হাতে সোপর্দ করিতে হইবে।
উল্লিখিত তিনটি বিষ্যি যদিও সুস্পষ্ট, তবুও দীর্ঘকাল পর্যন্ত ইহার উপর ক্রমাগত ভুল ধারনা ও অবসাদ-উপেক্ষার আবর্জনা পুঞ্জীভূত হইয়াছে বলিয়া আজ কেবল অমুসলমানই নহে- মুসলমানদের নিকট ও বিস্তারিত ব্যাখ্যা করা অপরিহার্য হইয়া পড়িয়াছে ।
আমার খুব ভালো লাগল তাই আপনাদের সাথে সেয়ার করলাম ।
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন