# ভাবছে খোকা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪৬:৪৭ বিকাল
খেলতে হবে অনেক অনেক
পড়া লিখা থাক
পড়া লিখায় ঘাটতি হলে
করবেনা কেউ রাগ।
কে বলেছে সাত সকালে
ঘুম ছেড়ে উঠতে
আরো একটু ঘুমিয়ে নাও
হবেনা স্কুল ছুটতে।
সন্ধ্যে হলে আরো একটু
খেলতে থাক যদি
সংগে পেলে তোমার মতো
এমন সংগি সাথী।
ভাবছে খোকা ব্যাপার কি
উল্টো ঘড়ির কাটা
আজকে নিশ্চয় কাটা ঘায়ে
পড়বে নুনের ছিটা!
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুরু আপনি দেখছি দ্বিতীয় 'ছন্দের যাদুকর'। ওনেক ভালো লাগল অনুভূতিগুলো।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
গল্প কবিতায় চালাচ্ছেন রোজ বাহারে
কোথা থেকে আসে এতো লিখা
বসে বসে ভাবি রোজ একা
আমার জন্য রাখবেন খোলা
ভালবাসার door
ঘুম ছেড়ে উঠতে
আরো একটু ঘুমিয়ে নাও
হবেনা স্কুল ছুটতে।
(আম্মু বলেছে উঠতে! কান ধরে উঠিয়েছে!)
কান মলেছে চটকানাতো আর দেইনি
তাই বুজি সাহাফ স্কুলে যায়নি!!
খেলতে থাক যদি
সংগে পেলে তোমার মতো
এমন সংগি সাথী।
বাল লিকা
ধন্যবাদ জানিয়ে দিলাম স্কুল পালানো ভোরে
সঙ্গী সাথি আছে যাহারা
কে বলেছে ছবি আমার এটা
কান মলে করে দেব ফুটা
আমি কত্ত ভাল ছিলাম তাই
স্কুলটা ফাকি দিতাম পেটে ব্যাথার উছিলায়
সেই দিন যদি আসত!!!
সেই আসা ছাড়েন
তারচে ভাল মন দিয়ে
ঘর সংসার করেন
সময়মতো বাজার চাই
নইলে গিন্নি রেগে
সদর দরজায় খিল দেবে
রাত কাটাবেন জেগে
মন্তব্য করতে লগইন করুন