শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেয়া হয় ? ইতিহাসের পাতা থেকে নেয়া তথ্থ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫৭:৪৮ বিকাল

ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ঐ ধরনের খেতাব অযৌক্তিক বলেই প্রমানিত হয়।

বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীজন ডাকসুর সদস্যপদও বাতিল করা হয়েছিল স্বাধীনতার পরপরই।

৩রা জানুষারী পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষনা করেন , দরকার হলে রক্ত দেব তবুও সাম্রাজ্যবাদের লেজুড় সরকারকে উতখাত করে সমাজতন্ত্র কায়েম করবই।

ঐ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের ডাকসু সহ-সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদপদ থেকে শেখ মুজিবর রহমানকে বহিস্কারের কথা ঘোষনা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিড়ে কুটি কুটি করে ফেলেন।

রাজনীতির পরিহাস ১৯৭২ সালের ৬ই মে এই ছাত্রনেতাই শেখ মুজিবর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গেীরব অর্জন করেছিলেন।

জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বানী উচ্ছারন করেন। সংবাদ টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যাবহার করা চলবেনা।

তিনি বাড়িতে অফিস-আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহবান জানান।

একই দিনে বাংলাদেশ কম্যুনিষ্ট পার্টির নেতা মনি সং বলেন বর্তমান সরকার সম্পুর্ন অযোগ্য।

২রা জানুয়ারী শেখ মুজিবর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন পুলিশী হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগনের অনুভুতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করেছে।

সেই সময়টা কি আমাদের সামনে আবার ফিরে আসবে যখন দেখব যে শেখ মুজিবরের উত্তরসুরীর বাড়াবাড়ী ফলটা তার মুখের উপর জনগন নিক্ষেপ করবে।

শেখ মুজিবরের ছবিগুলি শেখ হাসিনার ছবিগুলি টাঙ্গানো থেকে নামিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতো তবে মনে হয় দেশের ৮০ ভাগ লোক খুশি হতো যেমন টা ১৯৭৫র ১৫ই আগস্ট হয়েছিল।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268317
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
মুিজব িবন আদম লিখেছেন : Your writing is not organized. There is no chronology in it. It could be meaningful if references would be given. Being a reader, expectation remained unfulfilled over this writing.
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৩
212096
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ দাদা ভাই
প্রমান দিয়েই বলতে পারবো। সুযোগ থাকলে পড়ে নিয়েন http://www.majordalim.com
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৪
212392
মাজহার১৩ লিখেছেন : এই সাইটে তো ঢুকতে পারছিনা।
268394
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
আইল্যান্ড স্কাই লিখেছেন : শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি যারা দিয়েছেন,কি ভাবে দিয়েছেন আমার বুঝা আসেনা,ওনি কি ভাবে জনগণের বন্ধু হলেন,গুম,খুঁন ও এক নায়কতন্ত্র বাকশাল কায়েমের জন্য কি জগন্য ষ্টীম রোলার বাংগালী জাতির উপর তিনি করিছিলেন তা একবার ভেবে দেখলে গুষ্টি সহ ...আর কি বলব।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৭
212139
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ' ভাই ইতিহাস ঘাটলে তো আরো অনেক সত্য আমাদের সামনে আসে কিন্তু আসল সত্য আমাদেরকে জানার সুযোগ দিতেছেনা তথাকথিত ইতিহাসবিদরা
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
212376
মাজহার১৩ লিখেছেন : এটাই তো বাংলাদেশের তৈলাক্ত ইতিহাসের সূচনা। আর এর সুচনা করেন তেল চকচকে টেকো তোফায়েল।
268698
২৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File