বিবেকের আহাজারি

লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০০:১২ সন্ধ্যা



আমাদের চার পাশে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস যাদের মধ্যে কেউ আছেন নিজের বেঁচে থাকার জন্য সামান্ন খাবার কিংবা ইজ্জত আব্রু ঢেকে রাখার নুন্নতম পোশাকটুকু পায় না ,

পায় না রাতের আধারে মাথা গোঁজার একটু যায়গা



রেল লাইনের পাশে ,মহাসড়কের ডিভাইডারের ওপর কিংবা কোন খোলা আকাশের নিচে অসংখ্য মানুষের রাত্রি যাপনের চিত্র কম বেশি আমাদের সকলের চোখেই পরে ।

অসহায় এসব মানুষের দুর্দশা দেখে ক্ষমতাসীন আর সমাজের অর্থ বিত্তশিলদের ভাবিয়ে না তুললেও আমার মত অনেক বিত্তহীন মানুষের হৃদয়ে হয়ত রক্ত ক্ষরণ হয় ।

যে বয়সে কথা ছিল কাধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কিন্তু সে বয়সে

ছেলেটি কাধে বস্তা নিয়ে কাগজ কুড়াচ্ছে ।

চাইনিজে বসে দামি খাবারের অর্ডার দিয়ে সামান্ন একটু খেয়ে ফেলেদেই ...... ঠিক সেই সময়েই আমার এক ভাই ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে পাল্লা দিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে ।



সামাজিক বা পারিবারিক কোন প্রোগ্রামে বা পার্টিতে যাওয়ার সময় আমরা যখন ভাবি কোন ড্রেস টা পরা যায় , আলমিরা ভরা ড্রেস কোনটা পরব ঠিক সেই সময় ই আমাদের এক বোন হয়ত নিজের লজ্জা নিবারনের কাপড়টুকুর জন্য হাহাকার করে বেড়াচ্ছে ।

অসহায় এসব মানুষের জন্য কি আমাদের কিছুই করার নেই ?

-----------------------------------------------------------------------------

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268292
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
মামুন লিখেছেন : একই ধরণের লিখা মনে কিছুক্ষণ আগেই পড়লাম?
ধন্যবাদ লেখাটির জন্য।
শুভেচ্ছা রইলো। Rose Rose Good Luck Good Luck
268296
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
মামুন লিখেছেন : আপনি এই লেখাটি-ই " মানবতা চাই, অধিকার চাই, স্বাধীনতা চাই" নামে আজ দুপুরে একবার পোষ্ট করেছিলেন!!
যাহোক, আপনার ব্যাপার, তারপরও কৌতূহল জাগাতে মন্তব্য করলাম। Good Luck
268311
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
ফেরারী মন লিখেছেন : চাইনিজে বসে দামি খাবারের অর্ডার দিয়ে সামান্ন একটু খেয়ে ফেলেদেই ...... ঠিক সেই সময়েই আমার এক ভাই ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে পাল্লা দিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে ।

সব পূজিবাদের ফলরে ভাই। এত্থেকে আর আর বেরিয়ে আসার কোনো স্কোপ নেই।
268355
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
শিশির ভেজা ভোর লিখেছেন : ‌উদ্বেগজনক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File