# মরার আগে মরিসনা তুই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৬:০৮ সকাল



হাল ধরিসনা তুই দুর্দিনে আর লাগাইসনা পাল নৌকায়

তোর মতো বেজন্মার কাছে কি আশা করা যায়?

থরথর কাপিসনা তুই লোক হাসাইসনা অসময়ে

দুধের মাছি হবি যদি আসিস আবার সুসময়ে।

মরার আগে মরিসনারে তুই, মরার আগে মরিস না

মরবি যদি একাই মর, জাতিরে তুই মারিস না।


গান ধরিসনা জাতিয়তাবাদের দিসনা শ্লোগান জিয়ার সৈনিক

কি আসে যায় আহাম্মুকে মরে যদি সাতবার দৈনিক

আবুল তাবুল বকিসনা তুই কাথায় কথায় লড়তে রাজি

দুই হাতে তুই পড়লে চুড়ি আনব ডেকে বিয়ের কাজি।

মরার আগে মরিসনারে তুই, মরার আগে মরিস না

মরবি যদি একাই মর, জাতিরে তুই মারিস না।


বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267792
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
দুষ্টু পোলা লিখেছেন : ভিতুর দল গুলো মিছিল করবে
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
211622
বাকপ্রবাস লিখেছেন : ২০ দলের ব্যার্থতা পুরো দেশ এর জন্য হতাশাজনক, বাকশাল এর কাছে দেশটা যেন হাতজোড় করে ক্ষমা চাইছে
267797
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
সুশীল লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : ভিতুর দল গুলো মিছিল করবে
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
211624
বাকপ্রবাস লিখেছেন : হুম এটা একটা প্রতিক, বকাশাল এর কাছে দেশ অসহায়
267812
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : জয়বাংলা জয়বঙ্গবন্ধু
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০০
211626
বাকপ্রবাস লিখেছেন : জিন্দাবাদ
267824
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০১
211627
বাকপ্রবাস লিখেছেন : ব্যাপারটা আমার কাছে এমন মনে হল যেন, বাকশাল এর কাছে দেশ ক্ষমা চাইল, জিন্দা রাখিস জানে মারিসনা
267836
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
ফেরারী মন লিখেছেন : জ্বালাময়ী কোপ্তে ভালো লাগলো।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
211721
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
267856
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিএনপি ভুনা খিচুড়ি আর ইলিশ খেতে ব্যস্ত।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
211722
বাকপ্রবাস লিখেছেন : বাকশালের সাথে পারবেনা ভাল কথা তবে আল্টিমেটাম দিয়ে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে ব্যাপারটা আরো হালকা করা হচ্ছে
267953
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৩
শেখের পোলা লিখেছেন : মরার আগে মরবোনা মুই,
মরার আগে মরবনা৷৷
দেশবাসী সব আমার প্রজা,
মরার পরও ভুলব না৷
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
211731
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor লাকির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File