আত্মকেন্দ্রিক তরুণসমাজ

লিখেছেন লিখেছেন স্বপ্নবুনি ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪১:৪৪ সকাল



সমাজ ও রাষ্ট্রের কল্যান, উন্নয়ন ও সুষ্ট সমাজ গঠনে সফলতার চূড়ায় পৌঁছাতে তরুণদের ভূমিকা থাকে সবচেয়ে বেশী। তরুণরাই থাকে চালকের আসনে। তরুণ সমাজের বিরুদ্ধে একটা অপবাদ রটেছে। আজকের তরুণ-তরুণীরা নাকি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে ! আসলে কি তাই ? না আমাদের তরুণরা আত্মকেন্দ্রিক নয়। তারা হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছে প্রযুক্তি ও ক্যারিয়ারের মধ্যে। সেটাও পরিবার, সমাজ, রাষ্ট্রের স্বার্থে। এর মধ্যেও বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ানো, সহয়তা করা প্রমান করে এই তরুণেরা আত্মকেন্দ্রিক নয়। এছাড়া সামাজিক যোগাযোগ মধ্যেমগুলোতে তাদের মূখর পদচারণা, সকলের খোজ-খবর নেওয়া, সামাজিক আন্দোলন গড়ে তোলা, সামাজিক সংগঠন পরিচালনা করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পর্কে জাতিকে সচেতন করানো, ক্যারিয়ার সম্পর্কে অন্যাদের সচেতন করানো এসব কী আত্মকেন্দ্রিকতার পরিচয় বহন করে? আর এসব কিছু প্রযুক্তির মাধ্যেমে হওয়ায় ঘর থেকে বের হওয়ার উপায় কই। এর মানে এই নয় এরা আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আজকের তরুণরা আত্মকেন্দ্রিক নয়, স্বার্থপর হতে বসেছে। এটা হয়েছে মাত্রাতিক্ত প্রতিযোগিতা মূলক সমাজ ব্যবস্থার কারণে। যা তরুণ সমাজকে শুধু নিজেকে নিয়ে ভাবতে শিখিয়েছে। উৎসাহিত করছে আত্মকেন্দ্রিক হতে।

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File